ফুলদানি ভরা নাটকীয়তা বিছুটির মত লাগে,
ভরাডুবি যাক আম জনতা, রাজনীতি নাকি আগে! ব্যাপম ট্যাপম স্মৃতির পাতায়, ভেমুলা ইতিহাসে, নারদা নিয়ে মাতামাতি আজ বাঁধভাঙা উচ্ছাসে। কারুর গায়ে লালের ছিটে, কেউ সবুজে রাঙা, কেউ স্বার্থের উভ'সঙ্কটে, কভু জল কভু ডাঙা। কেউ গর্জায় দেশদ্রোহিতায়, কেউ চুমু খায় পথে, অ্যাম্বুলেন্সে আম জনতা, মরছে ধর্মঘটে। প্রশ্ন আমি তুলতেই পারি, জবাব থাকে যদি, আম জনতারে কেন ভুলে যাও, যেই পেয়ে যাও গদি।
ভরাডুবি যাক আম জনতা, রাজনীতি নাকি আগে! ব্যাপম ট্যাপম স্মৃতির পাতায়, ভেমুলা ইতিহাসে, নারদা নিয়ে মাতামাতি আজ বাঁধভাঙা উচ্ছাসে। কারুর গায়ে লালের ছিটে, কেউ সবুজে রাঙা, কেউ স্বার্থের উভ'সঙ্কটে, কভু জল কভু ডাঙা। কেউ গর্জায় দেশদ্রোহিতায়, কেউ চুমু খায় পথে, অ্যাম্বুলেন্সে আম জনতা, মরছে ধর্মঘটে। প্রশ্ন আমি তুলতেই পারি, জবাব থাকে যদি, আম জনতারে কেন ভুলে যাও, যেই পেয়ে যাও গদি।
No comments:
Post a Comment