কিছুটা সময় ব্যাক্তিগত, বাকিটা দিলাম তোমায়,
কিছুটা জীবন বাঁচি সবাই, বাকিটা কাটে কোমায়।
কিছুটা শরীর ধোওয়া মোছা, বাকিটা মলিন, কালো,
কিছু আবদার মিষ্টি কথায়, বাকিটা ধমকানো।
কিছুটা পথ তোমার সাথে, বাকিটা লেখা বাকি,
কিছুটা গান আটকে ঠোঁটে, বাকিটা গাইবো নাকি!
কিছু স্বপ্ন জাগায় আশা, বাকিরা দেয়না সাড়া,
কিছুটা আমার প্রাপ্য জানি, বাকিটা আশকারা।
কিছুটা ব্যাথা চোখের কোণে, বাকিটা ফসিল বুকে,
কিছু দরদাম কথার ছলে, বাকিটা গেছে চুকে।
কিছুটা আমি আমার মত, বাকি আমিটা মৃত,
কিছুটা আমরা একা সবাই, বাকিটা আশ্রিত।
আধখাওয়া জীবনযাপন, ডাল-ভাত-তরকারি,
আধখানা চাঁদ মাথার ওপর, বাকিটা চাঁদের বাড়ি।
আধখানা ঘুণ ধরা প্রেম, দেখা-শোনা-ছোঁওয়াছুই,
সম্ভাবনার মাপকাঠিতে সবই এক-এর দুই।
No comments:
Post a Comment