Monday, March 7, 2016

জোকার

বুননের ক্লাস,
গল্পে ওঠাও ঢেউ,
শুনবে গাধা গরু, অর্বাচীন, সবাই।
নিশিদিন ত্রাস,
খোঁজ রাখেনা কেউ,
নিজের চোখে, নিজেই, হবে জবাই।


ঠোঁটের কোণে ঢং,
সাজানো হাসির ফাঁকে,
চিটিংবাজি, ন্যাকামি বুলিতে।
গিলে খাবে অহং,
বেঁচে যদি থাকে,
নির্বিচারে, অলিতে গলিতে।

সেজে থাকে সং,
সেলফিশ ব্রোকার,
মিশে থাকে আম-জন-পালে।
বদলাবে রঙ,
তাসের জোকার,
প্রয়োজনে অন্তিম চালে।

No comments:

Post a Comment