Thursday, March 3, 2016

আজকে আবার

আজকে তোমায় দেখব বলে,
টেলিস্কোপে চোখ রাখি;
ঝড় বাদলের দুষ্টুমিতে,
শুভদৃষ্টির পাট বাকি।


আজকে তোমায় ছোঁয়ার আশায়,
বাষ্প জমে জানলাতে;
রোদের ছোঁয়ায় সব গলে যায়,
আমার হৃদয় পাল্লাতে।


আজকে আদর করার নেশায়,
মনের কোণে মেঘ জমে;
দিন কেটে যায় কাজে কারবারে,
রাত্রি কাটে সংযমে।


আজকে আবার তোমার আমার,
প্রেম আদরের মাঝখানে;
স্পেস টাইমের কারভেচারে,
দিক সীমানার বাঁধ টানে।

No comments:

Post a Comment