পাল্লা দিয়ে ওড়াও ধুলো, দিস্তা কাগজ, সস্তা বিল,
মরছে মানুষ, পচছে দেহ, উড়ছে আকাশে শঙ্খচিল। ছুঁড়ছ আরোপ, মাখছ কাদা, 'বিচার বিচার' দিচ্ছ ডাক, রোজ প্রভাতে, প্রাণ নিয়ে হাতে, আমজনতা নিপাত যাক। খাটছে বেগার, ফাটছে রোদে, দীন শ্রমিকের শক্ত চাম, তোমরা শুধু তর্ক কর, কে ঘাসমূল কেই বা বাম। মূল্যবোধের, নীতির অভাব, রাজনীতির এই তল্লাটে, দলাদলির গেরোয় ফেঁসে, রাস্তায় নেমে হল্লা দে। চল উজবুক, চল রে গাড়ল, আজকে মোরাও দল গড়ি, গুন্ডা ষণ্ডা কুত্তা পোষা, বুজরুকিতেও হাতেখড়ি, কেচ্ছা কিছু থাকলে ভাল, নাম লেখানো সহজ হয়, ভোটের পরে, জোটের চিড়ে ভিজিয়ে দিলেই মোদের জয়।
মরছে মানুষ, পচছে দেহ, উড়ছে আকাশে শঙ্খচিল। ছুঁড়ছ আরোপ, মাখছ কাদা, 'বিচার বিচার' দিচ্ছ ডাক, রোজ প্রভাতে, প্রাণ নিয়ে হাতে, আমজনতা নিপাত যাক। খাটছে বেগার, ফাটছে রোদে, দীন শ্রমিকের শক্ত চাম, তোমরা শুধু তর্ক কর, কে ঘাসমূল কেই বা বাম। মূল্যবোধের, নীতির অভাব, রাজনীতির এই তল্লাটে, দলাদলির গেরোয় ফেঁসে, রাস্তায় নেমে হল্লা দে। চল উজবুক, চল রে গাড়ল, আজকে মোরাও দল গড়ি, গুন্ডা ষণ্ডা কুত্তা পোষা, বুজরুকিতেও হাতেখড়ি, কেচ্ছা কিছু থাকলে ভাল, নাম লেখানো সহজ হয়, ভোটের পরে, জোটের চিড়ে ভিজিয়ে দিলেই মোদের জয়।
No comments:
Post a Comment