Wednesday, December 19, 2012

আমি আজ তোর

তোর চোখে আজ স্বপ্ন দেখা,
হাত ধরে তোর হাঁটতে শেখা,
তোর সাথে আজ জীবন রেখা-
                                ভাবের হুল্লোর।
মোর জীবনের ধুসর পাতায়,
তোর  ছোঁয়াতে রং চড়ে যায়,
সুখ দুঃখের হিসেব ছাড়াই -
                             আমি আজ তোর।

Tuesday, December 18, 2012

বন্দী


হাঁসফাঁস করে  প্রাণ ভোমরা ...বৃথা  এই  কথা বলা,
আঁধারের কালো হাত যে আমার চেপে ধরেছে গলা;
নিজের মধ্যে নিজেই যে আজ হয়ে গেছি আমি বন্দী,
নয়কো অন্য কারুর এযে নিজের-ই  অভিসন্ধি

রক্ত জমে শিকল গড়েছে , শিরায় লেগেছে গীঁট,
নরম হৃদয় জমে হয়েছে তাপহীন কনক্রিট
আটকে পড়েছি ছদ্মজালে, কার জানি এই ফন্দি,
নিজের মধ্যে নিজেই যে আজ, হয়ে গেছি আমি বন্দী।

Monday, June 25, 2012

মহাপ্রয়ান


দুরবিনে চোখ রেখে...বুজেছিলাম চোখ...
শীতলতার স্পর্শেও তাই আজি ছ্যাঁকা লাগে গায়..
নাভিমূল বেয়ে যবে উর্দ্ধে ওঠে পারা..
রোমে রোমে...সারা গায়ের আড়মোড়া ভাঙে..বিসম জ্বালায়..
খুঁজে পাওয়া স্রোতস্বিনী...সাহারার বুকে..
লোনা জলে....বিস্বাধ মুখ...তৃষ্ণা মেটে কই...
রোজের এই পথ চলা...ভালবাসার সুখে...
কাঁটা পায় ..গায়ে জ্বর...বেদনা অথই...
যদি হোও হলাহল...একবার এসো..
মন ভরে তোমায় আজ করব যে পান..
শেষ বারের শীতলতা বাঁচিয়ে রেখে মনে..
হোক শেষ তবে মোর প্রেমের সন্ধান...
হোক মহাপ্রয়ান...

Sunday, June 24, 2012

আম চুরি

চল যাই, গিলে খাই, মগজের ঘিলু..
আম গাছ, মোরা  পাঁচ , সাথে নেই বিলু ....
রাম বাবু, দুধ সাবু, খায় গবগব ....
এই ফাঁকে , গাছ টাতে , উঠে পড়ি  সব ...


ওরে হরি,তড়িঘড়ি , খাওয়া হলো সার ...
যদি গাছে, দ্যাখে পাছে , তবে এইবার ...
হাড়-গোড়, তোড়-ফোড়, করে তবে ছাড়ে ...
মোটা হাতি , যমের নাতি, রঘুপতি পাঁড়ে ...


দ্যাখ ওই, হাতে মই , রাম বাবু আসে...
হাতে লাঠি , রঘুপতি , ওই যে তার পাসে ...
এই মরি, কি করি, দেব নাকি লাফ ...
মার দৌড় , হে গৌর , রক্ষে কর বাপ ...


যদু শালা, চল পা, লাফা চট পট ....
রঘু..ওরে , লাঠি ধরে, চায় কটমট ....
ছাড় আম, আগে নাম, প্রাণ আগে ভাই ...
ওই লাঠি, খাবো এমন, ছাতি মোর নাই ...


কাল রাতে, তোর পাতে, কাটা আম দেখে ...
মন মোর , আম খোর , উঠেছিল চেগে ...
তুই ছোঁড়া , নষ্টের গোড়া , মার যদি খাই ..
মারে মোর, ভাই তোর , নিস্তার নাই ....


মন ভরে , চুল ধরে, দিলেম এক টান ...
এক খোঁচা, যদুর কোঁচা, খুলিল সটান ...
রাগে ব্যাটা, এমন ঠ্যাটা, মারলো এক চড় ...
ব্যাস শুরু , গুরু গুরু, মোদের  সমর ...
এই দেখে, রাম রঘু, লাঠি-সটা ফেলে ...
টানা টানি, পদ-পাণী, বিসম আক্কেলে ...


হাতে দুই, আম থুই , রাম বাবু বলে ..
এই নাও, আম খাও, যাও ঘর চলে...
কাড়া কাড়ি, মারা মারি, করে নাকি বাবু ...
কচি ছেলে, আম খেলে, দাঁত হবে কাবু ...


ফিরি ঘরে, মহাদরে, আম খেতে খেতে ...
এরপর..বাদাম চুরি ..বাবুদের ক্ষেতে ....

Thursday, June 21, 2012

পোড়ার নেশা

আজ অভিমান ,
দিন্ভরের ক্লান্তির পর ঠোঁটের কোণে  তোমার অভাব ...
শুধু  স্মৃতি জড়িয়ে থাকা....
আমার আঙুল বেয়ে তোমার অবয়ব ..

পুড়ে যাওয়ার অভ্যেস তোমার আগুনে...
আজ আমার সঙ্গী..

ঠোঁটের কোণে জমে উঠছে ঘাম...
নিসপিস করছে আঙুল ...
শ্বাসনালী বেয়ে ভেতর অবধি ..অভাব শুধু তোমার ...
কে তুমি ??
সিগারেট ..নাকি আমার কপাল..
রোজ পোড়ে ...ধুসর ধোয়ার  গন্ধে হয় নেশা..
তবু রাজি পুড়তে ...
পুড়ে পুড়ে  কয়লা হয় ছাই ...আর চেনা যায় সোনা ....

তাই আমার পোড়ার নেশা ......

অস্পৃশ্য

দিনের পর দিন পড়ে থেকে ধুলো জমেছে গায় 
ব্যবহারের অভাবে আজ মরচের দাগ প্রকট ..
আলো বাতাস বৃষ্টি সবই ওই ধুলো আর মরচের আস্তরণে ধাক্কা খেয়ে ফিরে যায় 
আমি আজ তাই অস্পৃশ্য.....
কর্ণপটহে তরঙ্গের ঢেউ এর সনসন আর নেই,

নেই কনিনিকায় ঠিকরে পরা রামধনুর খেলা,
চিত্কার করেও আজ সাড়া  নেই কোনো...
আমার আর তোমাদের মাঝে...একটা কাঁচের  প্রাচীর ...
চুলে পাক ধরেছে জ্যোত্স্নার রঙে ,
আজ আর জ্যোত্স্না আমার বারান্দায় ছোয়ায়  না তার ঠোঁট!

যৌবনের রং তো স্পর্শে সঞ্চারিত..
আর আমি তো অস্পৃশ্য ....

Saturday, June 16, 2012

সঙ্গোপনে

জীবন একটা রঙ্গশালা,
ভাঙা গড়ার যাত্রাপালা,
প্রেম বিরহ দহনজ্বালা,
মুখোস ঢাকা সব। 


লোকের মাঝেও হারিয়ে যাওয়া,
চোখটি খুলেও হোঁচট খাওয়া,
মেকি সকল চাওয়া পাওয়া,
ধুসর অবয়ব।

ব্যবহারিক দ্রব্য সকল,
ভাব অভিমান সবই নকল,
মনমধ্যে কেবল ধকল,
অনাবিল তাণ্ডব।

টুকরো কিছু আঁকড়ে ধরে,
সবাই আছে বেঁচে মোরে,
যে যার নিজের মতন কোরে,
সাজায় মোচ্ছোব,
সঙ্গোপনে।

Wednesday, June 13, 2012

আমার দাবি মানতে হবে

আমি যৌনতা
রোজ সকালের ম্যাগাজিন এর পাতা থেকে শুরু করে ...
টি ভি চ্যানেল এর add  movie  serial  এ আমি তোমাদের ই মাঝে ...
দিনে একই কাগজের পাতা, একই টিভি চ্যানেল বারবার ঘোরে শুধু আমার জন্য ...
রাস্তায় রাস্তায় ছেলে মেয়েদের চোখে চোখে আমার আবেদন....
রাতের বিছানায় আমি কারুর সঙ্গী তো কারুর স্বপ্ন ...
আমায় ছাড়া তোমাদের জীবন ফ্যাকাশে ...রংচটা ....
অথচ আমায় নিয়েই তোমাদের এত সমস্যা...
সেন্সর এর ধাক্কায় আমি ভেঙে  চুরে যাই ...সিনেমার পর্দায়...লেখার পাতায় ...
আর যারা আমায় কেটে ছেটে আমার অঙ্গহানি করে...
রাতের বিছানায় তারাই সব থেকে খুসি আমার ওপর...
কেন এই দ্বিরুপতা ...কেন এই অনাচার ...
প্রেম বিরহ ভাব ভালবাসার মত
আমাকেও দাও না কেন একটা স্বাধীন স্বত্তা...
আমিও বাঁচতে চাই তোমাদের ই মাঝে ...
আমার সম্পূর্ণতা নিয়ে...

Tuesday, June 12, 2012

এবার কপালে চালাব কলম

তিনকাল গিয়ে এককালে ঠেকেছে আমার লেখা..
আজ একটু খাতার ওপর কলম চালানো বন্ধ করে...
নিজের কপালে কলম চালাব বলে....
হাতে নিয়েছি...ছুরি....
দুপাশে বনবিথী আর পেছনের ওই পানাপুকুর ছেড়ে...
আমি তখন এগিয়ে চলেছি ক্রম সংকুচিত একটা রাস্তায়...
গাছের শুকনো পাতার কার্পেট এ পা ফেলে যেতে যেতে মনে হচ্ছিল...
এভাবেই বুঝি এগিয়ে যাওয়া যাবে সমস্ত টা পথ...
পাখিদের কলকন্ঠের কাকলি আর  মৃদুমন্দ বাতাসে..মন শ্রীহরিত...
হঠাত মাথার ওপরের সূর্য টা কেমন যেন জ্বলে উঠলো..
টগবগিয়ে ফুটতে  লাগলো সারা শরীর....
মৃদু হওয়া  বদলে যেতে লাগলো ঝড়ে...
শুকনো পাতার গা বেয়ে বেরিয়ে আসতে লাগলো..কাঁটার আবরণ ...
বিঁধতে লাগলো পায়ে...
কিছুটা চলার পর...
রসনেন্দ্রিয়ে
আড়ষ্ঠতা  আর গমনেন্দ্রিয়ে ক্লিষ্টতা অনুভব করলাম ..
স্নায়ু  বেয়ে তীব্র বিদ্যুতের চলাচল টের পাচ্ছি....
আর শিরায় শিরায় উষ্ণ পারার স্রোত...
চোখ কান  মুখ ঘিরে একটা জমাট বাঁধা ধোয়ার গরম কুন্ডলী... 
আর বাড়িয়ে রাখা হাতের পাতায় একটা শীতল স্পর্শের প্রবল আকুতি....
সব কিছু বদলে যেতে লাগলো..ডান বাম অগ্র পশ্চাত ...সব...
সুন্দর পদ্যের পরিবেশ টা  রুপান্তরিত হলো চরম  বাস্তব গদ্যে..
আর তাই ছুঁড়ে ফেলে দিলাম কলম..আর হাতে তুলে নিলাম ছুরি..
এবার সেই ছুরি আছড়ে পড়বে..কপালের ভাঁজে..
তারপর যদি আবার আসে ফিরে...সেই সুন্দর কাব্য..
তোমরা কেউ আমার জন্য আবার কলম ধোরো.

Sunday, June 10, 2012

অপসারি জীবন

ওই রংচটা পথ বেয়ে
নেমে এসেছিলাম আবছা অন্ধকারে ...
নির্লিপ্ততায় ভর করে পা বাড়িয়েছিলাম কোন অজানার সন্ধানে...
আর আজ সেই অজানাটা  অনেকখানি জানা...
অন্ধকারের তরঙ্গ মুখটা  আজ ও দশা পরিবর্তন করেনি ...
তবে..ধংসাত্মক ব্যতিচারের পাস কাটিয়ে ...
আজ যেন একটা স্থির বিন্দুতে এসে মিশেছে  সমস্ত বলরেখা ...
একটি স্থায়ী স্থির বিন্দু ...
চারপাশের বিচলনের প্রভাব আজ সীমিত....
এবার শুধু অপেক্ষা...
কবে এই অন্ধকার কে ঘিরে তৈরী হবে এক জোতির্ময় আলোকবর্ত...
আর তার পাসে চারিদিকে ছড়িয়ে পড়বে ....
শত শত নক্ষত্র ..
তৈরী হবে একটা নতুন নক্ষত্রমণ্ডল ..
শেষ হবে একটা নতুন জীবনের সন্ধান...
আর তারপর....
সেই এক-ই ইতিবৃত্ত প্রত্যেকটি নক্ষত্র কে ঘিরে ...
আবার অন্ধকার এ পা বাড়ানোর সাহস...
আবার নতুন নক্ষত্র মণ্ডল এক একটি নক্ষত্র কে ঘিরে .....
এক অপসারি শ্রেণী .....জীবনের .....

Friday, June 8, 2012

কাব্যের খোঁজে

কয়েক  ফোটা  দ্রাক্ষারস ...এক টুকরো আফিম....
দপদপ করে মাথা ....আলো টিমটিম...
অনিয়ন্ত্রিত পদলালিত্য ...আর আধো আধো বোল...
চরিদিক মায়াময় ...সবেতেই ঝোল......
ক্লিশ ধরা সময়.....টিক টিক বয়...
মগজাস্ত্রের অপপ্রয়োগ আর প্রানের অবক্ষয়...
স্বাধ হীন সময়ে তরঙ্গের লেশ...
যেথায় ভাবি এই শুরু ...সেথায় দেখি শেষ ....
হাত পা চোখ মুখ ....কান ...সব ঢেকে....
মায়াময় গদ্যের কান্ডারী দেখে ....
আজ আমি নিশ্চুপ কাব্যের খোঁজে....
মোর কাব্যই মরে শুধু বোঝে.....
তাই
আবার দ্রাক্ষা আর আফিম অ বুঁদ হয়ে...
কাব্যের খোঁজে যাব বয়ে .....
চির অবক্ষয়ে .....

Friday, April 13, 2012

তোমাদের নববর্ষ শুভ হোক

খামখেয়ালি জীবনযাত্রা, উদ্ভ্রান্ত পদক্ষেপের মধ্যে হঠাত একটা আশার আলো সব সুন্দর করে তোলে I ইচ্ছে করে খামখেয়ালিপনা ছেড়ে বাঁধা ধরা জীবনের ঘেরাটোপে ধরা দিতে, কারুর জন্য, বিশেষ কারুর জন্য I চোখের কালিমা, মনের অন্ধকার দুরে ঠেলে মন চায় আশার সমুদ্রের মধ্যে বালির ঘর বাঁধতে I এই ঘর বাঁধার বাসনায়, সমুদ্রের রুপাস্বাদন করতে করতে ভুলে যাই, যে সমুদ্র ঘর বাঁধার স্বপ্ন দেখিয়েছে সেই সমুদ্রের বুকেই ভেসে আসবে বিদ্ধংসী ঢেউ I ভাসিয়ে নিয়ে যাবে সমস্ত আশা আকাঙ্খা বাসনা আনন্দের চোরাবালির স্তুপে সাজানো রঙিন স্বপ্নের সংসার I নিস্তব্দ্ধ জীবনে যে সমুদ্র আনতে পারে প্রানের তরঙ্গ সেই সমুদ্রের ঢেউ এর তরঙ্গমুখেই লেখা থাকে সমুদ্রে পাল তোলা নৌকার ইতিকথা I
আজ আবার একটা দিন যেদিনটায় কিছু ভাবা বলা শোনার ক্ষমতা লুপ্ত হয়ে গেছে, হারিয়ে গেছে সমুদ্রের  বুকে ভেসে থাকার একমাত্র সম্বল I ডুবে যাচ্ছি দুঃখ হতাশা আর গ্লানির সমুদ্রে I হাতড়ে কিছু ঝাপটে ধরে ভেসে থাকার না আছে ইচ্ছে না আছে ক্ষমতা I দম বন্ধ হতে হতে কবে স্বাস বায়ু পথটা বন্ধ হয়ে জীবনের আগলটা টেনে দিয়ে যাবে, সেই অপেক্ষায় দিন গোনার সাহসটুকুও আজ দূর অস্ত I ভোর হলে আবার উঠবে সূর্য, আবার ডাকবে পাখি, আবার জমা কুয়াশা কচুপাতার কোলে দোল খাবে আর হীরের মত জ্বলজ্বল করবে, জানান দেবে আবার একটা নতুন দিনের, আবার নিয়ে আসবে নতুন স্বপ্ন দেখার অনুপ্রেরণা I কিন্তু যার জীবনে আর স্বপ্ন দেখার সাহস টাই নেই বেঁচে, যার চোখে আলো পড়লে আজ ভয় করে, যার ত্বকে রোদ পড়লে জ্বালা করে তার কাছে কি-ই বা নতুন সকাল, কি-এ বা নববর্ষ I মনের মেঘ ঠেলে আনন্দের আলো ঢোকার রাস্তা টা সংকীর্ণ অতি সংকীর্ণ হতে হতে আজ বিলুপ্তপ্রায় I অন্ধকারের মধ্যে মুখ লুকিয়ে আলোর ভয়ে স্তিমিত থেকেও শুধু একটাই প্রার্থনা, তোমাদের নববর্ষ শুভ হোক I

Tuesday, March 27, 2012

কেমনে থাকি অন্ধ রে

যে মনে মন লেগেছে...সেই মনেরই কন্দরে...
জাগে যদি বিসম ব্যথা...কেমনে থাকি অন্ধ রে ..
কেমনে থাকি অন্ধ রে.........
সাগরে হায় দুঃখের  প্লাবন...ওঠে যদি মন নীড়ে..
দুলে ওঠে জীবন তরী ...দাঁড় পাল সব যায় ছিঁড়ে..
ঝড়ের দোলায়, জীবন স্রোতে ভেসে যাওয়া আজ বন্ধ রে..
এমন দিনে মনের দুঃখে কেমনে থাকি অন্ধ রে..
কেমনে থাকি অন্ধ রে..
ভালবাসার শ্যামল ক্ষেতে..ধরে যদি হায় কিট রে ভাই..
সোহাগ লাগা সোনার ফসল..হারিয়ে গেলে পাই কোথায়...
প্রানের ক্ষুধা..মনের জ্বালা..সব নিয়ে যদি মন কাঁদে..
অশ্রু সজল নয়ন নিয়ে..শির রাখি হায় কার কাঁধে ..
বেগতিকে যদি প্রাণ পাখি মোর..খেয়ে যায় আজি ধন্দ রে..
প্রাণ সখা হয়ে ..তার বেদনে কেমনে থাকি অন্ধ রে ..
কেমনে থাকি অন্ধ রে..
যে পরানে রং  লেগেছে সেই পরানের-ই অন্দরে...
ভাঙ্গে যদি অশ্রু ধারা..কেমনে থাকি অন্ধ রে..
কেমনে থাকি অন্ধ রে...
যে মনে মন লেগেছে...সেই মনেরই কন্দরে...
জাগে যদি বিসম ব্যথা...কেমনে থাকি অন্ধ রে..
কেমনে  থাকি  অন্ধ রে....

Friday, March 23, 2012

বদ হজমের যোগাড়

শহরের মেদবহুল রাস্তার  দুপাশে জমা গ্লানির চর্বি...
ঘুন ধরা ডায়েট চার্টের সাথে আজ বৈরিতা আমাদের শহরের
পাকস্থলীর..
পাউরুটির দুটো টুকরো আর আধখানা ডিমের বদভ্যাস চোখ ফেরালেই...
বাঁচার ইচ্ছেটাকে অতিক্রম করে যাচ্ছে খাওয়ার ইচ্ছে....
...
খাওয়া শুধু খাওয়া..
বিপাক ক্রিয়ায় বিষক্রিয়া..গ্যাস অম্বল বুকজ্বালা..
এসব নিয়েও আমাদের শহর...দেশ...আজ-ও বেঁচে আছে..
থাকবে হয়ত আরো কিছুদিন ..কিছু বছর..
আর তার সাথে থাকবে খাওয়ার ইচ্ছেও...কেড়ে খাওয়ার...
কেড়ে খাও... কুঁড়ে খাও..আপত্তি নেই...আর থাকলেই বা কি......
শুধু সমাজ টাকে খাওয়ার আগে ...একবার ভেবে দেখো...
Gelusil MPS antacid....কাছে আছে তো !!!

Friday, March 16, 2012

কালো চশমার আড়াল থেকে

ওপরের সিঁড়িটা মাঝখানে ভাঙ্গা......
মাঝখানে কালিমা....
ভুল রঙ্গে রাঙ্গা...আমার জীবন..তোমার জীবন...আমাদের ইতিকথা.....
সমাজের চোখে..অস্পষ্ট... কালিমাময় জঞ্জাল..
কালো আগল টেনেই আজ আমরা নষ্ট..নোংরা..নিচ..
সম্পর্কের বিচার আজ সমাজের কালো চশমার আড়াল থেকে...
ধরা পড়ে শুধু...কানভাসের ওপরের কালিমা..
ঈর্ষায় ছোড়া কাদায় লাগা কালো দাগ...
হিসেব নিকেশের খাতায় আজ আমরা অপচয়ের দলে..
লাল কালি লেগে আজ আমরা উদ্বৃত্ত....
বাদ পড়ে যায় সম্পর্কের পবিত্রতা..
ওই কালিমার পেছনের...
স্বচ্ছ, পরিস্কার...আমাদের সম্পর্কের কানভাস...
আজো আমাদের কাছে স্বচ্ছ...
শুধু তুমি জানো..আমি জানি...আর জানি আমরা...
তাই সেই সিঁড়ি দিয়েই উঠে যাব..
আমাদের সম্পর্কের চিলেকোঠায়....
কালো চশমার সাথে, এই লুকোচুরি খেলায়,..
আমাদের জিততেই হবে...জিততেই হবে...
তারপর যে যাই দেখুক, কালো চশমার আড়াল থেকে......

Tuesday, March 13, 2012

মৃত্যু তুমি আমায় ছোঁবে না


অপরাহ্ন বেলা...
গোধুলী রঙ্গে আবির খেলা...
ক্লান্ত দেহে...লড়াই শুধু রং হারানোর ভয়ে...
বাকি সব কিছু আজকে গেছে সয়ে...
নীলিমার বুকে রং ছড়াবে অস্তগামী রবি....
সেই রবি.. পুড়িয়েছে যে নীল আকাশের ছবি..
যৌবনের রোদে...বারে বারে....দুনির্বার আক্রোশে...
আর আজ......শেষ লগনে...
জেগেছে তার মনে...হাত বোলানোর নেশা...
পোড়ানো ঘায়ে...
কালিমার ছায়া পড়েছে...কালী মাখা আকাশ..
ধরেছে জরা...শক্ত বড় আপন করা জীবনের ক্যানভাস..
জীবনের শেষ রাতে...কিছু কথা লেখা...
একটুখানি ভালবাসা..কিছু উদ্বৃত্য নেশা...
লাল নীল হলুদের রং লাগা ঘা...
মৃত্যু তুমি আজ রাতে আমায় ছোঁবে না.....
জীবনের শেষ কাজ বাকি...সৌখিনতার শেষ সাজ বাকি...
শেষ রাতের লাজ বাকি...একটুখানি চাই সময়...
মৃত্যু তুমি আজকে দেখিওনা আমায় ভয়..
মৃত্যু তুমি... আজ রাতে আমার সাথে শোবে না......
মৃত্যু তুমি আজ রাতে... আমায় ছোঁবে না.....

Tuesday, March 6, 2012

বেলা শেষের কবিতা

শহুরে কোলাহল এ আমি হাঁপিয়ে উঠেছি...
পোড়া
ধোঁয়ার গন্ধে আজ দম বন্ধ  হয়ে আসে...
তেলচিটে কানভাসটায় আজ আলো অন্ধারী খেলা...
বোধয় বসন্তের আগমনী যায় শুনিয়ে...

লাল মুখ, নীল মুখ এর  আড়ালে আমি হারিয়ে যাচ্ছি..
নিজের অবয়ব টাও আজ নিজের কাছে ঘোলাটে...
ক্লান্ত
শরীর এর  নেই প্রশান্তির নীড়.
শ্রান্ত মনের মরুভূমিতে নেই ভালবাসার
ওয়েসিস...
আজ মন উদাস বাউল...আজ মন দেউলিয়া...

ভিঁড় ভাট্টার মাঝেও একাকিত্বের আরাধনা...
রঙিন  এই সমাজে আজ আমি  সাদা  কালো..

হৈ হুল্লোর এর মাঝেও আজ আমি চেয়ে থাকি ..একটা  ধুসর বিকেলের দিকে ..
নির্লিপ্ততা আমার সঙ্গী...
নিসঙ্গতা আমার দোসর...

ডানা ভাঙ্গা পাখির অদম্য ছটফটানি আমার বুকে..
সাগরের ডাক শুনতে আমায় যেতে হয় না সাগর কিনারে..
শুধু মাঝে মাঝে আকাশে উড়ে যাওয়া পাখি দেখে..
মন বলে ওঠে....
অনেক তো
হলো..এবার মুক্তি দাও....মুক্তি....

চিরমুক্তি....

Thursday, March 1, 2012

আমার গোপন বৃত্তান্ত

আমার আছে শরীর, আমার আছে মন,
এই নিয়েই আমার জীবন..
আমার আছে অনুভূতি...আমার আছে সখ...
আমার আছে ভুল ঠিক জ্ঞান, আমার আছে চোখ..
আমি শিখি, আমি দেখি, আমি জানি তাই....
আমার পারিপার্শিক আমায় যা দেখায় ভাই...
আমিও আজ ভালোবাসি...আমিও আঘাত হানি...
আমারও আছে বুক ভরা সুখ..মুঠো মুঠো সব গ্লানি.....
আমিও পড়ি, আমিও লিখি, আমিও ফলাই জ্ঞান...
আমারও লাগে বেস....পেলে ভালো ছেলে সম্মান...
তবে...
আজকে আমি ভালো থেকে খারাপ হতে চাই..
বাঁধা ধরা সব শিকড় গুলো উপড়ে ফেলবো তাই...
সকাল সন্ধ্যে, দিনে রাতে, ময়লায় মুখ গুঁজে..
আনব আমি পোকা মাকড়..সাপ খোপ সব খুঁজে...
ছেড়ে দেব পথে পথে, লোকের পায়ের কাছে..
জানবে সবাই, এই কিট রাও এই জগতেই আছে......
কাদা গোবর ঘাটব আমি...গায়ে লাগাবো ধুলো...
ফেলবো খুলে, টাক মাথায় পরে থাকা পরচুলো..
মেখে থাকা কৃত্রিম রঙ্গে আজি... আমি ঢেলে দেব জল...
সোপ পাউডার, রকমারি সবে মিশায়ে দেব মল.....
পারবে না কেও, সং সাজতে, লুকাতে নিজের রূপ...
আমি শুধু হাসব, আর বাকি সব নিশ্চুপ.....
বই খাতায় থাকবে না আর জ্ঞানের ছড়াছড়ি..
থাকবে শুধু...ভাত ডাল, মাছ ডিম চচ্চড়ি...
থাকবে নাকো বাধা নিষেধ..থাকবে না কোনো চাপ...
করব আমি মনের সুখে...মনের ইনকালাব.....
আসবে যারা সঙ্গে আমার...হাতটা বাড়াও দেখি...
গোপনে অতি  গোপনে আজি...আমরা ভাঙব মেকি...
আজি আমরা ভাংবো মেকি......

আমার শুকনো গোলাপ


গোলাপ তুমি একমুঠো রং, একটু কাঁটায় ভরা..
তোমায় নিয়েই প্রেম পিরিতি...শিখেছে এই ধরা..
তোমার সুবাস তোমার আঁচর...মনে মনে আছে লেগে..
তোমার স্মৃতি আজো আমার বুকের মধ্যে জেগে...
তোমার কোমল পাপড়ি গুলো আমার হাতের পরে..
আলতো করে ভালবাসা দেয় আদর যত্ন ভরে..
সেই গোলাপ-
তুমি শুকনো আজি...আজ তুমি ছিঁড়ে যাওয়া...
তোমায় আজ-ই উড়িয়ে দেয়...হালকা হিমেল হওয়া....
তোমার সুবাস নেইকো আজ আর...নেইকো তোমার রং...
নেইকো তোমার কাঁটার আঁচর...সব  যেন আজ সং...
বই-এর পাতা...পোকার গন্ধ..তোমার ইস্তেহার  ..
এই নিয়ে আজ আমার খেলা..স্মৃতির  সংসার..
আঁকড়ে ধরে তোমায় আমি...দাঁড়ায় ঝড়ের মুখে...
উড়ে যাই আমি...তবু তুমি থাক..শান্তিতে মোর বুকে..
কাঁটার আঁচরে বুক যে আমার...রক্তে রক্তে লাল...
লাল রক্তে, তোমার রং এর ফিরিয়ে দেব হাল ....
তুমি আমি একলা নই..দুজনে একাকার .....
আমার রং, আমার পরাণ - সব-ই যে তোমার.....
আমার শুকনো গোলাপ..আমার হৃদয় তব....
আমার শুকনো গোলাপ...আমি শুধু তোমার হব..
                         শুধু তোমার হব.... 

Thursday, January 12, 2012

রামধনু

নাইবা হোলো নতুন কিছু...নাইবা এলো সুখ....
তবু কি আমি স্বপ্নের জালে বাঁধবো না মোর বুক.....
সবার আকাশে সূর্য ওঠে আমার আকাশ কালো..
পারো যদি হে রামধনু..ঢালো গো রং ঢালো..
তোমার রঙের পরশে আজি যদি পাই ভালবাসা..
যদি আবার দেখতে পারি ভেঙ্গে যাওয়া সব আশা..
যদি গড়ে ওঠে...ফাঁকা প্রান্তরে...ছোট্ট কুঁড়ে ঘর..
পায় যদি ফের...হারানো তরণী...ফেলে আসা বন্দর....
তার পর যদি...রামধনু তুমি...আমায় জ্বালাতে চাও..
রাজি আমি...তোমার রঙে জ্বলব যে দাউ দাউ...
সবার আকাশে ছড়াবো রং..নিজের আগুন দিয়ে..
আগুনে আগুনে জুড়িয়ে দেবো ভেঙ্গে যাওয়া সব হিয়ে...
সেই আগুনেই থাকবে আমার স্বপ্নের জাল বোনা...
আগুনে পুড়ে স্বপ্নেরা মোর হয়ে যাবে সব সোনা..
সেই সোনা দিয়ে গড়িয়ে দেবো...হার, দুল, নাকছাবি..
পুড়বো আমি...তবু ভালবাসার রইবে আশারবি...
বল রামধনু...ঢালবে কি রং...দেবে কি সাড়া ডাকে..
জীবন খাতার জীর্ণ পাতায়...আঁকবে কি পট...ফিরিয়ে দেবে কি তাকে.....
ফিরিয়ে দেবে কি তাকে.........

Saturday, January 7, 2012

সবাই একলা থাকি

হৃদয় ভরা শূন্যতা...আর আকাশ ভরা তারা...
এই নিয়েই জীবনে আমার...গোপনের আস্কারা....
কৃষ্ণচুড়ার মাথার ওপর লক্ষী প্যাঁচার টিকি...
হাল হকিকত, তত্ব প্রমাণ, ভূল ভ্রান্তি ও মেকি...
সব ভুলে যাই...যেই দেখি ভাই...রামধনু আকাশেতে...
আলতো হাওয়ায়...উড়ে যেতে চায়...মন পাখি ধান ক্ষেতে...
চারিদিকে সব.....কল কল রব....সবুজে উঠেছে ঢেউ..
তাকিয়ে দেখি একলা  আমি...পাশে মোর নেই কেউ...
সবুজের মাঝে....পূর্ণিমা সাঁঝে....আমি আর মন পাখি...
গোপনে অতি গোপনে..... মোরা করি যে ডাকা ডাকি...
গোধুলি আসে গোধুলি যায়...
আকাশের পট আঁধারে মিলায়....
আকাশের চাঁদ...মেঘের আড়ালে...দেয় যে শুধুই ফাঁকি..
তারপর যেটুকু বাকি...
তারই ভীতের ওপর...
আমি তুমি ও আমরা....সবাই একলা থাকি...
সবাই একলা থাকি....

Friday, January 6, 2012

দিশারী





নিস্তব্ধ একটা বিভীষিকা.....

তারপর....

মায়া মৃগের হাতছানি....

করেছি ভুল...করছি আবার...তাও আমি জানি....

নিশি যাপন...সুরা সেবন...মন হারানোর নেশা..


রোজ সকালে নতুন দিনেও পুরানো সেই পেশা...


ঘুমিয়ে পড়ি দিনের আলোয়...ঘুম ভেঙ্গে যায় রাতে..

হেঁটে চলি পথে প্রান্তরে...একাকিত্বের সাথে...


রাত বিরেতের আঁধার মাঝে..অল্প একটু আলো...

নিস্ব আমায়, পারো যদি...চিতায় তুলে জ্বালো...

কর আমায় বহ্নিসিক্ত..রিক্ত করো মোরে..

পুড়িয়ে ফেলো সব পিপাসা..গ্রন্থিত মন ডোর-এ...


এবার যেন ঘুম ভাঙ্গে প্রাতে..কাটিয়ে আলোর ভয়...

নিষিদ্ধ সেই রাতের পর...সব যেন হয়....

আলো-ই আলোময়......আলো-ই আলোময়.......