আজ অভিমান ,
দিন্ভরের ক্লান্তির পর ঠোঁটের কোণে তোমার অভাব ...
শুধু স্মৃতি জড়িয়ে থাকা....
আমার আঙুল বেয়ে তোমার অবয়ব ..
পুড়ে যাওয়ার অভ্যেস তোমার আগুনে...
আজ আমার সঙ্গী..
ঠোঁটের কোণে জমে উঠছে ঘাম...
নিসপিস করছে আঙুল ...
শ্বাসনালী বেয়ে ভেতর অবধি ..অভাব শুধু তোমার ...
কে তুমি ??
সিগারেট ..নাকি আমার কপাল..
রোজ পোড়ে ...ধুসর ধোয়ার গন্ধে হয় নেশা..
তবু রাজি পুড়তে ...
পুড়ে পুড়ে কয়লা হয় ছাই ...আর চেনা যায় সোনা ....
তাই আমার পোড়ার নেশা ......
দিন্ভরের ক্লান্তির পর ঠোঁটের কোণে তোমার অভাব ...
শুধু স্মৃতি জড়িয়ে থাকা....
আমার আঙুল বেয়ে তোমার অবয়ব ..
পুড়ে যাওয়ার অভ্যেস তোমার আগুনে...
আজ আমার সঙ্গী..
ঠোঁটের কোণে জমে উঠছে ঘাম...
নিসপিস করছে আঙুল ...
শ্বাসনালী বেয়ে ভেতর অবধি ..অভাব শুধু তোমার ...
কে তুমি ??
সিগারেট ..নাকি আমার কপাল..
রোজ পোড়ে ...ধুসর ধোয়ার গন্ধে হয় নেশা..
তবু রাজি পুড়তে ...
পুড়ে পুড়ে কয়লা হয় ছাই ...আর চেনা যায় সোনা ....
তাই আমার পোড়ার নেশা ......
No comments:
Post a Comment