Friday, January 6, 2012

দিশারী





নিস্তব্ধ একটা বিভীষিকা.....

তারপর....

মায়া মৃগের হাতছানি....

করেছি ভুল...করছি আবার...তাও আমি জানি....

নিশি যাপন...সুরা সেবন...মন হারানোর নেশা..


রোজ সকালে নতুন দিনেও পুরানো সেই পেশা...


ঘুমিয়ে পড়ি দিনের আলোয়...ঘুম ভেঙ্গে যায় রাতে..

হেঁটে চলি পথে প্রান্তরে...একাকিত্বের সাথে...


রাত বিরেতের আঁধার মাঝে..অল্প একটু আলো...

নিস্ব আমায়, পারো যদি...চিতায় তুলে জ্বালো...

কর আমায় বহ্নিসিক্ত..রিক্ত করো মোরে..

পুড়িয়ে ফেলো সব পিপাসা..গ্রন্থিত মন ডোর-এ...


এবার যেন ঘুম ভাঙ্গে প্রাতে..কাটিয়ে আলোর ভয়...

নিষিদ্ধ সেই রাতের পর...সব যেন হয়....

আলো-ই আলোময়......আলো-ই আলোময়.......

No comments:

Post a Comment