যে মনে মন লেগেছে...সেই মনেরই কন্দরে...
জাগে যদি বিসম ব্যথা...কেমনে থাকি অন্ধ রে ..
কেমনে থাকি অন্ধ রে.........
সাগরে হায় দুঃখের প্লাবন...ওঠে যদি মন নীড়ে..
দুলে ওঠে জীবন তরী ...দাঁড় পাল সব যায় ছিঁড়ে..
ঝড়ের দোলায়, জীবন স্রোতে ভেসে যাওয়া আজ বন্ধ রে..
এমন দিনে মনের দুঃখে কেমনে থাকি অন্ধ রে..
কেমনে থাকি অন্ধ রে..
ভালবাসার শ্যামল ক্ষেতে..ধরে যদি হায় কিট রে ভাই..
সোহাগ লাগা সোনার ফসল..হারিয়ে গেলে পাই কোথায়...
প্রানের ক্ষুধা..মনের জ্বালা..সব নিয়ে যদি মন কাঁদে..
অশ্রু সজল নয়ন নিয়ে..শির রাখি হায় কার কাঁধে ..
বেগতিকে যদি প্রাণ পাখি মোর..খেয়ে যায় আজি ধন্দ রে..
প্রাণ সখা হয়ে ..তার বেদনে কেমনে থাকি অন্ধ রে ..
কেমনে থাকি অন্ধ রে..
যে পরানে রং লেগেছে সেই পরানের-ই অন্দরে...
ভাঙ্গে যদি অশ্রু ধারা..কেমনে থাকি অন্ধ রে..
কেমনে থাকি অন্ধ রে...
যে মনে মন লেগেছে...সেই মনেরই কন্দরে...
জাগে যদি বিসম ব্যথা...কেমনে থাকি অন্ধ রে..
কেমনে থাকি অন্ধ রে....
No comments:
Post a Comment