গোলাপ তুমি একমুঠো রং, একটু কাঁটায় ভরা..
তোমায় নিয়েই প্রেম পিরিতি...শিখেছে এই ধরা..
তোমার সুবাস তোমার আঁচর...মনে মনে আছে লেগে..
তোমার স্মৃতি আজো আমার বুকের মধ্যে জেগে...
তোমার কোমল পাপড়ি গুলো আমার হাতের পরে..
আলতো করে ভালবাসা দেয় আদর যত্ন ভরে..
সেই গোলাপ-
তুমি শুকনো আজি...আজ তুমি ছিঁড়ে যাওয়া...
তোমায় আজ-ই উড়িয়ে দেয়...হালকা হিমেল হওয়া....
তোমার সুবাস নেইকো আজ আর...নেইকো তোমার রং...
নেইকো তোমার কাঁটার আঁচর...সব যেন আজ সং...
বই-এর পাতা...পোকার গন্ধ..তোমার ইস্তেহার ..
এই নিয়ে আজ আমার খেলা..স্মৃতির সংসার..
আঁকড়ে ধরে তোমায় আমি...দাঁড়ায় ঝড়ের মুখে...
উড়ে যাই আমি...তবু তুমি থাক..শান্তিতে মোর বুকে..
কাঁটার আঁচরে বুক যে আমার...রক্তে রক্তে লাল...
লাল রক্তে, তোমার রং এর ফিরিয়ে দেব হাল ....
তুমি আমি একলা নই..দুজনে একাকার .....
আমার রং, আমার পরাণ - সব-ই যে তোমার.....
আমার শুকনো গোলাপ..আমার হৃদয় তব....
আমার শুকনো গোলাপ...আমি শুধু তোমার হব..
শুধু তোমার হব....
No comments:
Post a Comment