Friday, March 16, 2012

কালো চশমার আড়াল থেকে

ওপরের সিঁড়িটা মাঝখানে ভাঙ্গা......
মাঝখানে কালিমা....
ভুল রঙ্গে রাঙ্গা...আমার জীবন..তোমার জীবন...আমাদের ইতিকথা.....
সমাজের চোখে..অস্পষ্ট... কালিমাময় জঞ্জাল..
কালো আগল টেনেই আজ আমরা নষ্ট..নোংরা..নিচ..
সম্পর্কের বিচার আজ সমাজের কালো চশমার আড়াল থেকে...
ধরা পড়ে শুধু...কানভাসের ওপরের কালিমা..
ঈর্ষায় ছোড়া কাদায় লাগা কালো দাগ...
হিসেব নিকেশের খাতায় আজ আমরা অপচয়ের দলে..
লাল কালি লেগে আজ আমরা উদ্বৃত্ত....
বাদ পড়ে যায় সম্পর্কের পবিত্রতা..
ওই কালিমার পেছনের...
স্বচ্ছ, পরিস্কার...আমাদের সম্পর্কের কানভাস...
আজো আমাদের কাছে স্বচ্ছ...
শুধু তুমি জানো..আমি জানি...আর জানি আমরা...
তাই সেই সিঁড়ি দিয়েই উঠে যাব..
আমাদের সম্পর্কের চিলেকোঠায়....
কালো চশমার সাথে, এই লুকোচুরি খেলায়,..
আমাদের জিততেই হবে...জিততেই হবে...
তারপর যে যাই দেখুক, কালো চশমার আড়াল থেকে......

No comments:

Post a Comment