হৃদয় ভরা শূন্যতা...আর আকাশ ভরা তারা...
এই নিয়েই জীবনে আমার...গোপনের আস্কারা....
কৃষ্ণচুড়ার মাথার ওপর লক্ষী প্যাঁচার টিকি...
হাল হকিকত, তত্ব প্রমাণ, ভূল ভ্রান্তি ও মেকি...
সব ভুলে যাই...যেই দেখি ভাই...রামধনু আকাশেতে...
আলতো হাওয়ায়...উড়ে যেতে চায়...মন পাখি ধান ক্ষেতে...
চারিদিকে সব.....কল কল রব....সবুজে উঠেছে ঢেউ..
তাকিয়ে দেখি একলা আমি...পাশে মোর নেই কেউ...
সবুজের মাঝে....পূর্ণিমা সাঁঝে....আমি আর মন পাখি...
গোপনে অতি গোপনে..... মোরা করি যে ডাকা ডাকি...
গোধুলি আসে গোধুলি যায়...
আকাশের পট আঁধারে মিলায়....
আকাশের চাঁদ...মেঘের আড়ালে...দেয় যে শুধুই ফাঁকি..
তারপর যেটুকু বাকি...
তারই ভীতের ওপর...
আমি তুমি ও আমরা....সবাই একলা থাকি...
সবাই একলা থাকি....
এই নিয়েই জীবনে আমার...গোপনের আস্কারা....
কৃষ্ণচুড়ার মাথার ওপর লক্ষী প্যাঁচার টিকি...
হাল হকিকত, তত্ব প্রমাণ, ভূল ভ্রান্তি ও মেকি...
সব ভুলে যাই...যেই দেখি ভাই...রামধনু আকাশেতে...
আলতো হাওয়ায়...উড়ে যেতে চায়...মন পাখি ধান ক্ষেতে...
চারিদিকে সব.....কল কল রব....সবুজে উঠেছে ঢেউ..
তাকিয়ে দেখি একলা আমি...পাশে মোর নেই কেউ...
সবুজের মাঝে....পূর্ণিমা সাঁঝে....আমি আর মন পাখি...
গোপনে অতি গোপনে..... মোরা করি যে ডাকা ডাকি...
গোধুলি আসে গোধুলি যায়...
আকাশের পট আঁধারে মিলায়....
আকাশের চাঁদ...মেঘের আড়ালে...দেয় যে শুধুই ফাঁকি..
তারপর যেটুকু বাকি...
তারই ভীতের ওপর...
আমি তুমি ও আমরা....সবাই একলা থাকি...
সবাই একলা থাকি....
No comments:
Post a Comment