আমার আছে শরীর, আমার আছে মন,
এই নিয়েই আমার জীবন..
আমার আছে অনুভূতি...আমার আছে সখ...
আমার আছে অনুভূতি...আমার আছে সখ...
আমার আছে ভুল ঠিক জ্ঞান, আমার আছে চোখ..
আমি শিখি, আমি দেখি, আমি জানি তাই....
আমার পারিপার্শিক আমায় যা দেখায় ভাই...
আমিও আজ ভালোবাসি...আমিও আঘাত হানি...
আমারও আছে বুক ভরা সুখ..মুঠো মুঠো সব গ্লানি.....
আমিও পড়ি, আমিও লিখি, আমিও ফলাই জ্ঞান...
আমারও লাগে বেস....পেলে ভালো ছেলে সম্মান...
তবে...
আজকে আমি ভালো থেকে খারাপ হতে চাই..
বাঁধা ধরা সব শিকড় গুলো উপড়ে ফেলবো তাই...
সকাল সন্ধ্যে, দিনে রাতে, ময়লায় মুখ গুঁজে..
আনব আমি পোকা মাকড়..সাপ খোপ সব খুঁজে...
ছেড়ে দেব পথে পথে, লোকের পায়ের কাছে..
জানবে সবাই, এই কিট রাও এই জগতেই আছে......
কাদা গোবর ঘাটব আমি...গায়ে লাগাবো ধুলো...
ফেলবো খুলে, টাক মাথায় পরে থাকা পরচুলো..
মেখে থাকা কৃত্রিম রঙ্গে আজি... আমি ঢেলে দেব জল...
সোপ পাউডার, রকমারি সবে মিশায়ে দেব মল.....
পারবে না কেও, সং সাজতে, লুকাতে নিজের রূপ...
আমি শুধু হাসব, আর বাকি সব নিশ্চুপ.....
বই খাতায় থাকবে না আর জ্ঞানের ছড়াছড়ি..
থাকবে শুধু...ভাত ডাল, মাছ ডিম চচ্চড়ি...
থাকবে নাকো বাধা নিষেধ..থাকবে না কোনো চাপ...
করব আমি মনের সুখে...মনের ইনকালাব.....
আসবে যারা সঙ্গে আমার...হাতটা বাড়াও দেখি...
গোপনে অতি গোপনে আজি...আমরা ভাঙব মেকি...
আজি আমরা ভাংবো মেকি......
No comments:
Post a Comment