Wednesday, January 6, 2016

স্বীকারোক্তি - ১

আখড়ায় নামবো,
তিল তিল করে মাংসপেশি বুনেছি,
খাটের ওপাশ থেকে তোর চিৎকার শুনেছি।

আলো শেষ,
দিনে দিনে সলতে পুড়ে ছাই,
আজ রাতে তোর উষ্ণতা চাই।

ব্যাথা নেই,
অন্ধকারে, শেষ কোপ দিয়ে যাস,
তেলে-জলে মেশামেশি, অভ্যাস।

No comments:

Post a Comment