সংযম; তবু বিরহের চেয়ে দামী,
চার দেওয়ালের অন্তরালের সামাজিক নষ্টামি।
সংঘাত; জানি আদরের চেয়ে শ্রেয়,
বুকফাটা জলে ভাসিয়ে দেওয়া জ্যান্ত সারমেয়।
সঙ্গীত; এত হামবড়া ভাব তোর কিসে,
সবুজ বিতান ছাই হয়ে গেছে তোর উগরানো বিষে।
চার দেওয়ালের অন্তরালের সামাজিক নষ্টামি।
সংঘাত; জানি আদরের চেয়ে শ্রেয়,
বুকফাটা জলে ভাসিয়ে দেওয়া জ্যান্ত সারমেয়।
সঙ্গীত; এত হামবড়া ভাব তোর কিসে,
সবুজ বিতান ছাই হয়ে গেছে তোর উগরানো বিষে।
No comments:
Post a Comment