Friday, January 1, 2016

মনখারাপের আকিবুকি

তালগোল পাকিয়েছে চিন্তা, উঁকি মারে একরাস ভয়, আলগা সুতার মাঝে ওয়েসিস, উড়ে গেছে বন্দি সময়। কদাকার, কিম্ভুত লোকজন, কাঁটাতার, বন্ধুর পথ, অমানিশি, খোঁচা মারে জোছনা, সঙসাজা, মেকি জনমত। হালফিলে হাত ধরে ঘুরতাম, ছোঁওয়াছুঁই, ঠোটে ঠোটে বিদ্বেষ, নিকোটিনে আধখাওয়া ফুসফুস, সাঁঝবাতি, দিন বুঝি হোলো শেষ।

No comments:

Post a Comment