Monday, January 4, 2016

বদলের ইতিকথা - ১

টুকটুকে লাল শাড়ি,
পা দুটি লাল রঙে রাঙা,
ফুটফুটে বয়স ভারী,
শরীরের উঁচু নিচু ডাঙা।
মনে আশা, টুকরো ছোট বড়,
সজল চোখে, অদূর ভবিষ্যত,
চোখের কোণে, কাজল-কালো চিরে,
যায় দেখা অদম্য হিম্মত।
দিনে দিনে সবুজ থেকে হলুদ, 
তেলে জলে কেমন মিশে গেল,
গড়ে ওঠে কাঁচের প্রাচীর কবে,
"সে ইতিহাস গোপন থাকাই ভাল"। 

তারপর , নিয়ম, রীতিনীতি,
অভ্যাস এর সাথে ওঠা বসা,
টুকরো আশা স্তূপের ওপর বসে,
জীবনের কঠিন অঙ্ক কষা। 

No comments:

Post a Comment