মন্দবাসা গুলো ভীড় করে আসে আসুক না,
রোজ সকালে, চোখের জলে দিনটা ভাসে, ভাসুক না।
দিনের শেষে, রুক্ষ বেসে, কষ্ট গুলো দেয় নাড়া,
মনের ঘরে একলা, ডরে, ইচ্ছেগুলোও ঘরছাড়া!
সময়ে অসময়ে অদৃষ্টও তোমায় দেখে হাসুক না,
তোমার হৃদয়, কারো জমিদারি নয়, নিজের মত বাঁচুক না।
সন্ধ্যে হলে, আঁধার নামে, মনের গহনে মৃত্যু চাও,
মনে হয় কেউ তোমার নয়, মৃত্যু হলে মুক্তি পাও!
গলা ফুঁড়ে আসে কষ্টগুলো, গিঁট মেরে যায় আলজিভে!
তবুও কি আজও স্বপ্ন দেখো, সময় কাটাতে মালদ্বীপে!
তোমার জীবনে, তোমার মনে স্বাবলম্বন জাগুক না,
তোমার জীবন কারো জমিদারি নয়, নিজের মত বাঁচুক না।
No comments:
Post a Comment