চোখে চোখে ঠোকাঠুকি, চাহনির সংঘাতে বাজ,
শরীরে বাষ্প জমে, কপালে টুকরো কত ভাঁজ,
গুমোট আবহাওয়া, থমকে পড়ে আছে কাজ,
জানি, বৃষ্টির প্রয়োজন আজ।
নীলাকাশে জমে ওঠে শুষ্ক মলিন অবসাদ,
আলোর অভাবে কাঁদে একলা ভাঙ্গাচোরা চাঁদ,
হীম ঢাকা পর্বত, চারিদিকে সুগভীর খাদ,
সুন্দর ঘিরে থাকে দুঃসংবাদ।
জং পড়া কলেবরে জমে আছে আবেগের তাল,
সময় সুযোগ বুঝে প্রাণপাখি রোজ বেসামাল,
শুকিয়ে জমাট বাঁধে মনমরা রক্তের লাল,
ছুঁড়ে ফেলো পোষা জঞ্জাল।
রঙহারা যানজটে খেলাগাড়ি রোজ চুনকাম,
নিজেই নিজের সাথে দিনরাত বহু সংগ্রাম,
অকপটে মেনে নেওয়া গল্পের শেষ পরিণাম,
আজ হোক মহা ধুমধাম।
No comments:
Post a Comment