Saturday, June 25, 2016

প্রেম

ধৃষ্টতা আজ তোমার ঠোঁটের ছোঁওয়া,
ধৃষ্টতা আজ তোমার আলিঙ্গন,
ধৃষ্টতা আজ মনমালিন্য ভুলে
প্রেমের সলিলে বাঁধ ভাঙা বর্ষণ।

পেলবতা আজ তোমার মুখের হাসি,
পেলবতা আজ তোমার চোখের জল,
পেলবতা আজ তোমার শাড়ির ভাঁজে,
লুকিয়ে থাকা মনখারাপের ঢল।

স্নিগ্ধতা আজ তোমার শরীর বেয়ে,
স্নিগ্ধতা আজ তোমার স্পন্দন,
স্নিগ্ধতা আজ একাকিত্বের রাতে,
তোমার আমার অটুট বন্ধন।

No comments:

Post a Comment