তাকিয়ে দেখো, আলোর শহর, আঁধার ঘরে ঘরে,
হাল্কা দোলায় শিরদাঁড়াটাও ভীষণ রকম নড়ে।
কাঁপতে থাকে রঙের মিছিল গন্ধকেরই সাজে,
মুখোস ঢাকা সুপ্ত বদন ডুব দিয়েছে লাজে।
আপন পরের হিসেব যাদের চারদেওয়ালে মোড়া,
লাগাম ছাড়ো, পালিয়ে বাঁচুক, আত্মীয়তার ঘোড়া।
গুনতে পারো, কলম চালাও, মেলাও দেখি দেনা,
মেকি হাসির বদান্যতা আর নেওয়া যাচ্ছেনা।
কুলুপ আঁটা গলার নিচে জমতে থাকা রোষ,
দিনদুপুরে ঢিল মেরে যায়, অবাধ আক্রোশ।
আড়াল করো লোকদেখানি এসব চেনাজানা,
পানা পুকুরে ধরছে পচন, বিষাক্ত যন্ত্রণা।
No comments:
Post a Comment