চোখে চোখে ঠোকাঠুকি, চাহনির সংঘাতে বাজ,
শরীরে বাষ্প জমে, কপালে টুকরো কত ভাঁজ,
গুমোট আবহাওয়া, থমকে পড়ে আছে কাজ,
জানি, বৃষ্টির প্রয়োজন আজ।
নীলাকাশে জমে ওঠে শুষ্ক মলিন অবসাদ,
আলোর অভাবে কাঁদে একলা ভাঙ্গাচোরা চাঁদ,
হীম ঢাকা পর্বত, চারিদিকে সুগভীর খাদ,
সুন্দর ঘিরে থাকে দুঃসংবাদ।
জং পড়া কলেবরে জমে আছে আবেগের তাল,
সময় সুযোগ বুঝে প্রাণপাখি রোজ বেসামাল,
শুকিয়ে জমাট বাঁধে মনমরা রক্তের লাল,
ছুঁড়ে ফেলো পোষা জঞ্জাল।
রঙহারা যানজটে খেলাগাড়ি রোজ চুনকাম,
নিজেই নিজের সাথে দিনরাত বহু সংগ্রাম,
অকপটে মেনে নেওয়া গল্পের শেষ পরিণাম,
আজ হোক মহা ধুমধাম।
Tuesday, April 19, 2016
Thursday, April 7, 2016
জোট
পাল্লা দিয়ে ওড়াও ধুলো, দিস্তা কাগজ, সস্তা বিল,
মরছে মানুষ, পচছে দেহ, উড়ছে আকাশে শঙ্খচিল। ছুঁড়ছ আরোপ, মাখছ কাদা, 'বিচার বিচার' দিচ্ছ ডাক, রোজ প্রভাতে, প্রাণ নিয়ে হাতে, আমজনতা নিপাত যাক। খাটছে বেগার, ফাটছে রোদে, দীন শ্রমিকের শক্ত চাম, তোমরা শুধু তর্ক কর, কে ঘাসমূল কেই বা বাম। মূল্যবোধের, নীতির অভাব, রাজনীতির এই তল্লাটে, দলাদলির গেরোয় ফেঁসে, রাস্তায় নেমে হল্লা দে। চল উজবুক, চল রে গাড়ল, আজকে মোরাও দল গড়ি, গুন্ডা ষণ্ডা কুত্তা পোষা, বুজরুকিতেও হাতেখড়ি, কেচ্ছা কিছু থাকলে ভাল, নাম লেখানো সহজ হয়, ভোটের পরে, জোটের চিড়ে ভিজিয়ে দিলেই মোদের জয়।
মরছে মানুষ, পচছে দেহ, উড়ছে আকাশে শঙ্খচিল। ছুঁড়ছ আরোপ, মাখছ কাদা, 'বিচার বিচার' দিচ্ছ ডাক, রোজ প্রভাতে, প্রাণ নিয়ে হাতে, আমজনতা নিপাত যাক। খাটছে বেগার, ফাটছে রোদে, দীন শ্রমিকের শক্ত চাম, তোমরা শুধু তর্ক কর, কে ঘাসমূল কেই বা বাম। মূল্যবোধের, নীতির অভাব, রাজনীতির এই তল্লাটে, দলাদলির গেরোয় ফেঁসে, রাস্তায় নেমে হল্লা দে। চল উজবুক, চল রে গাড়ল, আজকে মোরাও দল গড়ি, গুন্ডা ষণ্ডা কুত্তা পোষা, বুজরুকিতেও হাতেখড়ি, কেচ্ছা কিছু থাকলে ভাল, নাম লেখানো সহজ হয়, ভোটের পরে, জোটের চিড়ে ভিজিয়ে দিলেই মোদের জয়।
Subscribe to:
Posts (Atom)