টালবাহানা, হিসেবনিকেশ
মিটিয়ে দিলাম, কানাকড়ি শেষ,
টুকরো ভাঙা স্মৃতির ফলক,
ভাসিয়ে দিলাম, এই আছি বেশ।
ঠুনকো বাঁশী, বাজিয়েছিলাম, একনাগাড়ে
কালোয়াতি, সুর ধরেছি, রুদ্ধস্বরে,
দানপ্রতিদান স্তব্ধ হোল , মাসকাবারি
তুলব না আর, মাসের শেষে, তাসের ঘরে।
মিটিয়ে দিলাম, কানাকড়ি শেষ,
টুকরো ভাঙা স্মৃতির ফলক,
ভাসিয়ে দিলাম, এই আছি বেশ।
ঠুনকো বাঁশী, বাজিয়েছিলাম, একনাগাড়ে
কালোয়াতি, সুর ধরেছি, রুদ্ধস্বরে,
দানপ্রতিদান স্তব্ধ হোল , মাসকাবারি
তুলব না আর, মাসের শেষে, তাসের ঘরে।
No comments:
Post a Comment