আনমনা দুটি চোখ ,
অবিকল চেনা তার ভাষা,
জীবনের মাপে মাপা টিমটিমে ক্ষুদ্র কিছু আশা।
রাসভারী দিনকাল , বিলাসিতা - ফিরিওয়ালা হাঁকে ,
শ্রম দিয়ে কিনেনি দুপসলা বৃষ্টি যদি থাকে।
স্বপ্নের খেয়া বেয়ে , সময়ের প্লাবনেতে ভাসি ,
সম্বল খড়কুটো , চলো আজ চাঁদ ছুয়ে আসি।
চেনা জানা পথঘাট ,
দিশাহীন জীবনের গতি ,
অগভীর বন্দর জংপড়া জীবনের জেটি।
চেনা মুখ জানা পথ পেরিয়ে যদি কিছু থাকে ,
একবার মেখে আসা , রোদ্দুর , ক্লান্তির ফাঁকে।
একবার ঘুরে আসা , বেঁচে আসা জীবনের টানে ,
একবার মেপে দ্যাখা জীবনকে বাঁধহীন প্রাণে ।
অবিকল চেনা তার ভাষা,
জীবনের মাপে মাপা টিমটিমে ক্ষুদ্র কিছু আশা।
রাসভারী দিনকাল , বিলাসিতা - ফিরিওয়ালা হাঁকে ,
শ্রম দিয়ে কিনেনি দুপসলা বৃষ্টি যদি থাকে।
স্বপ্নের খেয়া বেয়ে , সময়ের প্লাবনেতে ভাসি ,
সম্বল খড়কুটো , চলো আজ চাঁদ ছুয়ে আসি।
চেনা জানা পথঘাট ,
দিশাহীন জীবনের গতি ,
অগভীর বন্দর জংপড়া জীবনের জেটি।
চেনা মুখ জানা পথ পেরিয়ে যদি কিছু থাকে ,
একবার মেখে আসা , রোদ্দুর , ক্লান্তির ফাঁকে।
একবার ঘুরে আসা , বেঁচে আসা জীবনের টানে ,
একবার মেপে দ্যাখা জীবনকে বাঁধহীন প্রাণে ।
No comments:
Post a Comment