Sunday, December 27, 2015

এজাহারনামা

ভালো মন্দের ছোঁওয়াছুঁইতে আলোড়িত আবেগি মন,
নিস্তরঙ্গতার শব্দে মুখরিত বাতাবরন,
নিদ্রাহীনতায় ধুঁকছে শহর; 
কাগজে মোড়া, তোমার আমার চিলেকোঠায়, চির বিবর্তন।
জটপাকানো সাবেকি আদবকায়দা স্পর্শহীনতায় কর্দমাক্ত; 
নিভু নিভু পিদিমের মসনদে তুমি পরিযায়ী, 
হালফিলের ঘনঘটার মলিনতায় প্রবঞ্চিত, আমি দূরগামী,
ইহাই চিরন্তন।

হিসেবনিকেশ

টালবাহানা, হিসেবনিকেশ 
মিটিয়ে দিলাম, কানাকড়ি শেষ,
টুকরো ভাঙা স্মৃতির ফলক,
ভাসিয়ে দিলাম, এই আছি বেশ। 
ঠুনকো বাঁশী, বাজিয়েছিলাম, একনাগাড়ে 
কালোয়াতি, সুর ধরেছি, রুদ্ধস্বরে,
দানপ্রতিদান স্তব্ধ হোল , মাসকাবারি 
তুলব না আর, মাসের শেষে, তাসের ঘরে। 

Friday, December 18, 2015

জীবনের ফেরিওয়ালা

আনমনা দুটি চোখ ,
অবিকল  চেনা তার ভাষা,
জীবনের মাপে মাপা টিমটিমে ক্ষুদ্র কিছু আশা।
রাসভারী দিনকাল , বিলাসিতা - ফিরিওয়ালা হাঁকে ,
শ্রম দিয়ে কিনেনি দুপসলা বৃষ্টি যদি থাকে।
স্বপ্নের খেয়া বেয়ে , সময়ের প্লাবনেতে ভাসি ,
সম্বল খড়কুটো , চলো আজ চাঁদ ছুয়ে আসি।

চেনা জানা পথঘাট ,
দিশাহীন জীবনের গতি ,
অগভীর বন্দর জংপড়া জীবনের জেটি।
চেনা মুখ জানা পথ পেরিয়ে যদি কিছু থাকে ,
একবার মেখে আসা , রোদ্দুর , ক্লান্তির ফাঁকে।
একবার ঘুরে আসা , বেঁচে আসা জীবনের টানে ,
একবার মেপে দ্যাখা জীবনকে বাঁধহীন প্রাণে ।