Sunday, December 27, 2015

এজাহারনামা

ভালো মন্দের ছোঁওয়াছুঁইতে আলোড়িত আবেগি মন,
নিস্তরঙ্গতার শব্দে মুখরিত বাতাবরন,
নিদ্রাহীনতায় ধুঁকছে শহর; 
কাগজে মোড়া, তোমার আমার চিলেকোঠায়, চির বিবর্তন।
জটপাকানো সাবেকি আদবকায়দা স্পর্শহীনতায় কর্দমাক্ত; 
নিভু নিভু পিদিমের মসনদে তুমি পরিযায়ী, 
হালফিলের ঘনঘটার মলিনতায় প্রবঞ্চিত, আমি দূরগামী,
ইহাই চিরন্তন।

হিসেবনিকেশ

টালবাহানা, হিসেবনিকেশ 
মিটিয়ে দিলাম, কানাকড়ি শেষ,
টুকরো ভাঙা স্মৃতির ফলক,
ভাসিয়ে দিলাম, এই আছি বেশ। 
ঠুনকো বাঁশী, বাজিয়েছিলাম, একনাগাড়ে 
কালোয়াতি, সুর ধরেছি, রুদ্ধস্বরে,
দানপ্রতিদান স্তব্ধ হোল , মাসকাবারি 
তুলব না আর, মাসের শেষে, তাসের ঘরে। 

Friday, December 18, 2015

জীবনের ফেরিওয়ালা

আনমনা দুটি চোখ ,
অবিকল  চেনা তার ভাষা,
জীবনের মাপে মাপা টিমটিমে ক্ষুদ্র কিছু আশা।
রাসভারী দিনকাল , বিলাসিতা - ফিরিওয়ালা হাঁকে ,
শ্রম দিয়ে কিনেনি দুপসলা বৃষ্টি যদি থাকে।
স্বপ্নের খেয়া বেয়ে , সময়ের প্লাবনেতে ভাসি ,
সম্বল খড়কুটো , চলো আজ চাঁদ ছুয়ে আসি।

চেনা জানা পথঘাট ,
দিশাহীন জীবনের গতি ,
অগভীর বন্দর জংপড়া জীবনের জেটি।
চেনা মুখ জানা পথ পেরিয়ে যদি কিছু থাকে ,
একবার মেখে আসা , রোদ্দুর , ক্লান্তির ফাঁকে।
একবার ঘুরে আসা , বেঁচে আসা জীবনের টানে ,
একবার মেপে দ্যাখা জীবনকে বাঁধহীন প্রাণে ।

Thursday, October 15, 2015

The Flame Within

And then with words unspoken ,
Feelings unshared,
Moments not lived
And with the wish to fulfill all, well protected inside,
The wait continues...
The wait continues with  emptiness gobbling around,
with despair running through veins to the brain,
faster than blood,
bringing an end to the overwhelming life of liveliness,
an era that passed alongside.

Then comes a change,

a change in trend,
a trend that defines us, ourselves, our anonymity.
Our anonymity that had engulfed the flame within,
the flame within our body, our society, our own self-esteem.
the flame of honesty, fraternity and humanity,
the flame, the burning flame of self belief..
The self belief to win,
the self belief to live,
live a life full of joy and fulfillment,
the flame to achieve the goal,
the goal to be a Human.

Monday, September 28, 2015

তালপোকা

রাতভর শীতঘুম, অবসরে দিবা খোয়াব প্রীয়,
রণেতে ভঙ্গ দিয়ে অভিসারে সুখটান দিয়ো।
হুজুগে মাতব্বরি, সুযোগে নিওন আলো জ্বেলো,
শাঁখের করাত দিয়ে অফিসেতে কাটাকুটি খেলো।
পুঁথিগত বিদ্যে, চুল দাড়ি, জ্ঞান কচকচি,
স্কুলের রেলিং ধরে, শালবনে অঞ্জন, নচী।
চিবুকে পানের বোঁটা, পেছনে তে কক্সিস বড়,
লোকমুখে শোনা, বাঁসের চেয়ে কঞ্চি নাকি দড়!

Tuesday, August 18, 2015

বোহেমিয়ান

আজকে আবার যাওয়ার পালা - নিরুদ্দেশে ,
রঙ হারানো, জীর্ণ দেহ - রুক্ষ বেশে।
আজকে আবার ফিরিয়ে দেওয়া - আবোল তাবোল ,
ফুরিয়ে যাওয়া , বিশ্রামহীন - গাইতি শাবল।
আজকে আবার তোমার আমার - দীপ্তিশিখা ,
ক্লান্ত দেহ , গুটিয়ে নেওয়া - জীবনরেখা।
আজকে আবার আদান প্রদান - নিয়ম কানুন,
ভাঙাগড়ার কারিগর আজ হিজাব টানুন।  
এবার সময়, কান্না হাসির নাটক ছাড়ো ,
মনের মাঠে কবর পোঁতা - মহেঞ্জোদাড়ো।

Thursday, July 2, 2015

বৃষ্টি দেখবো বলে

বৃষ্টি দেখবো বলে দুপা বাড়িয়ে, কিছুটা হেঁটে থমকে গেছি পথে,
মরা পচা গলা জীবনের স্রোতে দুর্নীতির কর্দমাক্ত প্রাচীর আমাদের সামনে ।
কিছু লেজ মোটা, মাথা মোটা মানুষের সারি দিব্যি তার পাশের রাস্তা বেয়ে চলেছে দিনের পর দিন ,
কাদা ছোঁড়াছুঁড়ি করে চলে যাচ্ছে বেশ ।
প্রাচীরের ওদিকটা দ্যাখার চেষ্টায় উদ্যমের স্ফুলিঙ্গের অভাব ।
বৃষ্টিটা যে ওদিকে,
ভিজতে হলে ভাঙতে হবে প্রাচীর ,
শুধু  দু-এক পসলা ছাটে আমার মন নির্বিকার ।
গুবরে মাথা আর কুবরে ব্যাঙ্ক ব্যালানস ওয়ালা দের পাশ কাটিয়ে দেওয়াল অবধি পৌঁছতে বেগ পেতে হবে নিঃসন্দেহে।
দিনের শেষে সন্ধ্যে হয়েছে বহুদিন ,
গভীর রাতের হাতছানিও অনতিদূর,
বৃষ্টি ভেজা রাতের পর ভোরের আকাশটা খুব সুন্দর ।
শুধু রাতের কৃষ্ণ গহ্বরে বন্দি হওয়ার আগে,
এক তীব্র আবর্তে রাতের অভিকর্ষ কাটিয়ে আবার আলো ফিরে পাওয়ার আশায় ,
বৃষ্টিতে ভেজার আশায় - দুপা বাড়িয়েছি।