নাইবা হোলো নতুন কিছু...নাইবা এলো সুখ....
তবু কি আমি স্বপ্নের জালে বাঁধবো না মোর বুক.....
সবার আকাশে সূর্য ওঠে আমার আকাশ কালো..
পারো যদি হে রামধনু..ঢালো গো রং ঢালো..
তোমার রঙের পরশে আজি যদি পাই ভালবাসা..
যদি আবার দেখতে পারি ভেঙ্গে যাওয়া সব আশা..
যদি গড়ে ওঠে...ফাঁকা প্রান্তরে...ছোট্ট কুঁড়ে ঘর..
পায় যদি ফের...হারানো তরণী...ফেলে আসা বন্দর....
তার পর যদি...রামধনু তুমি...আমায় জ্বালাতে চাও..
রাজি আমি...তোমার রঙে জ্বলব যে দাউ দাউ...
সবার আকাশে ছড়াবো রং..নিজের আগুন দিয়ে..
আগুনে আগুনে জুড়িয়ে দেবো ভেঙ্গে যাওয়া সব হিয়ে...
সেই আগুনেই থাকবে আমার স্বপ্নের জাল বোনা...
আগুনে পুড়ে স্বপ্নেরা মোর হয়ে যাবে সব সোনা..
সেই সোনা দিয়ে গড়িয়ে দেবো...হার, দুল, নাকছাবি..
পুড়বো আমি...তবু ভালবাসার রইবে আশারবি...
বল রামধনু...ঢালবে কি রং...দেবে কি সাড়া ডাকে..
জীবন খাতার জীর্ণ পাতায়...আঁকবে কি পট...ফিরিয়ে দেবে কি তাকে.....
ফিরিয়ে দেবে কি তাকে.........
তবু কি আমি স্বপ্নের জালে বাঁধবো না মোর বুক.....
সবার আকাশে সূর্য ওঠে আমার আকাশ কালো..
পারো যদি হে রামধনু..ঢালো গো রং ঢালো..
তোমার রঙের পরশে আজি যদি পাই ভালবাসা..
যদি আবার দেখতে পারি ভেঙ্গে যাওয়া সব আশা..
যদি গড়ে ওঠে...ফাঁকা প্রান্তরে...ছোট্ট কুঁড়ে ঘর..
পায় যদি ফের...হারানো তরণী...ফেলে আসা বন্দর....
তার পর যদি...রামধনু তুমি...আমায় জ্বালাতে চাও..
রাজি আমি...তোমার রঙে জ্বলব যে দাউ দাউ...
সবার আকাশে ছড়াবো রং..নিজের আগুন দিয়ে..
আগুনে আগুনে জুড়িয়ে দেবো ভেঙ্গে যাওয়া সব হিয়ে...
সেই আগুনেই থাকবে আমার স্বপ্নের জাল বোনা...
আগুনে পুড়ে স্বপ্নেরা মোর হয়ে যাবে সব সোনা..
সেই সোনা দিয়ে গড়িয়ে দেবো...হার, দুল, নাকছাবি..
পুড়বো আমি...তবু ভালবাসার রইবে আশারবি...
বল রামধনু...ঢালবে কি রং...দেবে কি সাড়া ডাকে..
জীবন খাতার জীর্ণ পাতায়...আঁকবে কি পট...ফিরিয়ে দেবে কি তাকে.....
ফিরিয়ে দেবে কি তাকে.........