Thursday, January 12, 2012

রামধনু

নাইবা হোলো নতুন কিছু...নাইবা এলো সুখ....
তবু কি আমি স্বপ্নের জালে বাঁধবো না মোর বুক.....
সবার আকাশে সূর্য ওঠে আমার আকাশ কালো..
পারো যদি হে রামধনু..ঢালো গো রং ঢালো..
তোমার রঙের পরশে আজি যদি পাই ভালবাসা..
যদি আবার দেখতে পারি ভেঙ্গে যাওয়া সব আশা..
যদি গড়ে ওঠে...ফাঁকা প্রান্তরে...ছোট্ট কুঁড়ে ঘর..
পায় যদি ফের...হারানো তরণী...ফেলে আসা বন্দর....
তার পর যদি...রামধনু তুমি...আমায় জ্বালাতে চাও..
রাজি আমি...তোমার রঙে জ্বলব যে দাউ দাউ...
সবার আকাশে ছড়াবো রং..নিজের আগুন দিয়ে..
আগুনে আগুনে জুড়িয়ে দেবো ভেঙ্গে যাওয়া সব হিয়ে...
সেই আগুনেই থাকবে আমার স্বপ্নের জাল বোনা...
আগুনে পুড়ে স্বপ্নেরা মোর হয়ে যাবে সব সোনা..
সেই সোনা দিয়ে গড়িয়ে দেবো...হার, দুল, নাকছাবি..
পুড়বো আমি...তবু ভালবাসার রইবে আশারবি...
বল রামধনু...ঢালবে কি রং...দেবে কি সাড়া ডাকে..
জীবন খাতার জীর্ণ পাতায়...আঁকবে কি পট...ফিরিয়ে দেবে কি তাকে.....
ফিরিয়ে দেবে কি তাকে.........

Saturday, January 7, 2012

সবাই একলা থাকি

হৃদয় ভরা শূন্যতা...আর আকাশ ভরা তারা...
এই নিয়েই জীবনে আমার...গোপনের আস্কারা....
কৃষ্ণচুড়ার মাথার ওপর লক্ষী প্যাঁচার টিকি...
হাল হকিকত, তত্ব প্রমাণ, ভূল ভ্রান্তি ও মেকি...
সব ভুলে যাই...যেই দেখি ভাই...রামধনু আকাশেতে...
আলতো হাওয়ায়...উড়ে যেতে চায়...মন পাখি ধান ক্ষেতে...
চারিদিকে সব.....কল কল রব....সবুজে উঠেছে ঢেউ..
তাকিয়ে দেখি একলা  আমি...পাশে মোর নেই কেউ...
সবুজের মাঝে....পূর্ণিমা সাঁঝে....আমি আর মন পাখি...
গোপনে অতি গোপনে..... মোরা করি যে ডাকা ডাকি...
গোধুলি আসে গোধুলি যায়...
আকাশের পট আঁধারে মিলায়....
আকাশের চাঁদ...মেঘের আড়ালে...দেয় যে শুধুই ফাঁকি..
তারপর যেটুকু বাকি...
তারই ভীতের ওপর...
আমি তুমি ও আমরা....সবাই একলা থাকি...
সবাই একলা থাকি....

Friday, January 6, 2012

দিশারী





নিস্তব্ধ একটা বিভীষিকা.....

তারপর....

মায়া মৃগের হাতছানি....

করেছি ভুল...করছি আবার...তাও আমি জানি....

নিশি যাপন...সুরা সেবন...মন হারানোর নেশা..


রোজ সকালে নতুন দিনেও পুরানো সেই পেশা...


ঘুমিয়ে পড়ি দিনের আলোয়...ঘুম ভেঙ্গে যায় রাতে..

হেঁটে চলি পথে প্রান্তরে...একাকিত্বের সাথে...


রাত বিরেতের আঁধার মাঝে..অল্প একটু আলো...

নিস্ব আমায়, পারো যদি...চিতায় তুলে জ্বালো...

কর আমায় বহ্নিসিক্ত..রিক্ত করো মোরে..

পুড়িয়ে ফেলো সব পিপাসা..গ্রন্থিত মন ডোর-এ...


এবার যেন ঘুম ভাঙ্গে প্রাতে..কাটিয়ে আলোর ভয়...

নিষিদ্ধ সেই রাতের পর...সব যেন হয়....

আলো-ই আলোময়......আলো-ই আলোময়.......