বোতলবন্দী সময়, ঝাঁকানি তে ডাঁয়েবাঁয়ে সুড়সুড়ি,
একটানে ঝুলে পড়তে পারে, আসমানে মাথা দেখানো ঘুড়ি।
তালেব্য-শ নিয়েও রুচি নেই মুখে, যারা কাটে পেট,
তোমার জমিনে বানানো দালান, তারা তোমায় করছে ভেঁট।
শিহরণ জাগে! গল্পে, গাছে ওঠে গরু!
মেপে দেখ সময় গড়ালো কি না,
রাস্তা গড়ে, এতটা পথ একলা, সরু -
বাঁচা যাবেনা তোমাদের বিনা।
সবুজ বনানী, সোনালী ধানক্ষেত, লোহা ইঁট কংক্রিটেও তুমি কেটেছো ফিতে,
অপদার্থের ট্যাগ ঝোলানো তোমার খাঁজ কাটা জুলপিতে।
তুমি নাকি আগডুম খেলো, রোমে বার্মায় ছিন্নমস্তা সাজো,
তুমি মিশরের পিরামিড হয়ে গেছ জানি, তবুও মাফ করিনি আজও।
No comments:
Post a Comment