আমি আজও শব্দ খুঁজি,
ভাবনা গুলো সাজিয়ে রাখি গিঁটে,
তুমি শূন্যে তাকিয়ে থেকো,
কবিতা হয়ে ফুটবো তোমার ঠোঁটের পাপড়িতে।
আমি আজও গল্প লিখি,
রাত জাগা ঘুম চোখ বেয়ে কালসিটে,
তুমিও দুটো গল্প বলো,
আনমনে ডুব দেবো তোমার চোখের চাহনিতে।
আমি আজও উপভোগ করি
কেক পায়েস মাংস আহারে, নৈশভোজের ট্রিটে,
তুমিও নাহয় অংশ নিয়ো উদযাপনে,
গা এলিয়ো সান্তা হয়ে রোজ রাত্তিরে আমার ক্রিস্টমাস ট্রিতে।
আমি আজও রাস্তা হারাই,
একলা পথে পাড়ি দিয়ে যাই নীরবে নিভৃতে,
তুমি পারলে একটু হেসো,
সন্ধ্যা তারায় খুঁজে তোমায়, পথ হারাবো মনের শান্তিতে।
No comments:
Post a Comment