যে পথ নিয়েছো বেছে,
সে পথের ফুল যেমন তোমার, কাঁটাও তোমার,
সে পথের ধারের সর্ষে বাগানও তোমার, ফণীমনসাও।
সে পথের ফুল যেমন তোমার, কাঁটাও তোমার,
সে পথের ধারের সর্ষে বাগানও তোমার, ফণীমনসাও।
তুমি সেই পথের পথিক, তুমিই কারিগর,
তুমিই শিক্ষানবিশ, তুমিই শিক্ষক।
নিজেকে পথের ওপোর লোপাট করে ফেলে দেওয়া তুমি,
পথ ধরে ছুট্টে বেড়ানো তুমি,
দিন রাত, ভালো মন্দ, পাওয়া খোয়া,
তুমি আর পথ এখন একাকার।
যখন বেছেছিলে, পথ তোমার ছিল,
এখন পথের তুমি।
তুমিই শিক্ষানবিশ, তুমিই শিক্ষক।
নিজেকে পথের ওপোর লোপাট করে ফেলে দেওয়া তুমি,
পথ ধরে ছুট্টে বেড়ানো তুমি,
দিন রাত, ভালো মন্দ, পাওয়া খোয়া,
তুমি আর পথ এখন একাকার।
যখন বেছেছিলে, পথ তোমার ছিল,
এখন পথের তুমি।
No comments:
Post a Comment