দুদণ্ড সময় ছিল জিরিয়ে নেওয়ার,
দুপশলা বৃষ্টি ছিল নাগাল হাতে,
দুপলকে ভাব বিনিময় মুচকি হাসি,
মাত্র দু দিন সময় ছিল তোমার সাথে।
দুপশলা বৃষ্টি ছিল নাগাল হাতে,
দুপলকে ভাব বিনিময় মুচকি হাসি,
মাত্র দু দিন সময় ছিল তোমার সাথে।
এক নিমেষে লাগলো জোড়া দুই পৃথিবী,
এক নিমেষে হাসলো পাখি আকাশ জুড়ে,
শান্ত চোখে পড়লো ধরা ক্লান্তি রেখা,
একনিমেষে গাইল দুজন একক সুরে।
এক নিমেষে হাসলো পাখি আকাশ জুড়ে,
শান্ত চোখে পড়লো ধরা ক্লান্তি রেখা,
একনিমেষে গাইল দুজন একক সুরে।
স্নিগ্ধ ছিল তোমার হাসি, আমার বুকে,
মিলিয়ে গেল ক্লান্ত শরীর, হাসির রেশে,
দুদণ্ড সময় ছিল জিরিয়ে নেওয়ার,
একটি ভুবন উঠলো গড়ে, এক নিমেষে।
মিলিয়ে গেল ক্লান্ত শরীর, হাসির রেশে,
দুদণ্ড সময় ছিল জিরিয়ে নেওয়ার,
একটি ভুবন উঠলো গড়ে, এক নিমেষে।
No comments:
Post a Comment