Thursday, July 28, 2016

স্রোত

ডানপিটেদের রাত কাবারি, রক্তজমা ইস্তেহার,
রাত বিরেতে ডাক প্রহরীর, 'জাগতে রো- খবরদার'।
যে যার মত গড়ছে খবর, রাখছে ল্যাজা ছাঁটছে আঁশ,
নিদ্রা চোখে জাগছে মানুষ, উড়ছে ধুলো, রুদ্ধশ্বাস।

ঘড়ির কপাল ছুঁয়ে গেছে গুলি, কাঁটা ঘুরলেই রণ,
স্নাতক পথে বিছানায় শব, সবাই আপনজন।
দোদুল্যমান চিড় ধরা শির, যন্ত্রণা নিয়ে বাড়ছে,
বাঁচার আশায় দিন দিন সব, মরছে অথবা মারছে।

খাওয়া দাওয়া চুকে গেছে, পোড়ে আছে ডাল-ভাত মাখা,
হাওয়া দিলে তবু ওড়ে আকাশেতে ছিন্ন পতাকা।
বাঁধ ভেঙে ধ্বস নামে, পড়ে থাকে ঝুরঝুরে বালি,
আকাশেতে তবু ওঠে সুন্দর চাঁদ একফালি।

Thursday, July 7, 2016

এক নিমেষে

দুদণ্ড সময় ছিল জিরিয়ে নেওয়ার,
দুপশলা বৃষ্টি ছিল নাগাল হাতে,
দুপলকে ভাব বিনিময় মুচকি হাসি, 
মাত্র দু দিন সময় ছিল তোমার সাথে।

এক নিমেষে লাগলো জোড়া দুই পৃথিবী,
এক নিমেষে হাসলো পাখি আকাশ জুড়ে,
শান্ত চোখে পড়লো ধরা ক্লান্তি রেখা,
একনিমেষে গাইল দুজন একক সুরে।

স্নিগ্ধ ছিল তোমার হাসি, আমার বুকে,
মিলিয়ে গেল ক্লান্ত শরীর, হাসির রেশে,
দুদণ্ড সময় ছিল জিরিয়ে নেওয়ার,
একটি ভুবন উঠলো গড়ে, এক নিমেষে। 

Sunday, July 3, 2016

স্কেপ্টিকাল

অনতিদূরে সাইরেন ডাকা শহর, কবরে ঢাকা,
বেওয়ারিশ আবছায়াগুলো কালো, আঁধারের পতাকা,
মুঠো মুঠো ব্যাথা গিলে চলেছে, সারি সারি ঘর বাড়ি,
রকমারি সাজে ঢাকা পড়ে যায় ভাঙাচোরা সংসারি।
গিলছে মাদক, গিলছে বায়ু, স্পন্দনহীন স্নায়ু,
তার কেটে গেছে বহুদিন হোলো, থমকে আছে আয়ু,
রেলরোড ধোরে সোজা চোলে গেলে, শহরের দেখা মেলে,
কয়েদ রয়েছে মুমূর্ষু শহর, জাহান্নমের সেলে।
ওক্টোপাসের অন্ডকোষে পেন্নাম ঠুকে রোজ,
তেল বেগুনের করমর্দনে সুস্বাদু ভূরিভোজ,
স্কেপ্টিকাল, তবু হাতে হাতে, বাহবার ছড়াছড়ি,
রাতের চাদরে, শহরের কোলে, কিন্নর কিন্নরী।
পোড় খাওয়া ঝুরঝুরে, শহরের, রাস্তার জঞ্জালে,
ঠুনকো মৃতপ্রায়, নামানুষের, আত্মারা হাঁটেচলে,
রঙ মেখে সং সেজে, রাশভারী, কংকাল দেয় ঘুম,
তোমার শহর, আমার শহর, পাশাপাশি, শব, নিঝুম।

Saturday, July 2, 2016

বড়লাট

টুপটুপ ঝোরে পড়া সোনালি বৃষ্টির গুঁড়ো,
গায়ে মাখা, মন মাথা ভিজিয়ে নেওয়ার তাড়াহুড়ো,
ফুরফুরে বয়ে চলা ঠান্ডা দখিনের হাওয়া, 
তারই মাঝে লুকিয়ে, হারানো, কত চাওয়া পাওয়া,
দুধসাদা বরফের টুকরো, হাতে নিয়ে খেলা,
সময়ের তাড়া ভুলে, স্নান খাওয়া, রোজ অবহেলা,
তুমি আছো, আমি আছি, আছে কত বৃষ্টির ছাট,
বৃষ্টি ভিজে আজ তুমি লন্ডন, আমি বড়লাট।