তক্তাপোষে পেরেক ঠোকা, কলার বোনে ফাটল,
ফিসচুলাতে সুড়সুড়ি দেয় নোঙরা কাঠের হাতল।
গন্ধবারির সাপোর্ট পেলে সেপ্টিকে ঘর গড়ে,
গ্লাভস পরা হাতে, সততা তোমায় আজও মনে পড়ে।
রক্তমাসের শক্ত ক্লাসে, লাস্ট বেঞ্চার মোরা,
দেখলে হবে খরচা আছে, আদম ইভের ছোঁড়া।
এম. সি. কিউ. এর পরীক্ষাতে, সমতাবাদি সবাই,
ক্ষুধার টানে নির্বিচারে আদ্যোপান্ত জবাই।
সাবেকি আবেগ পোষমানানো, বিশ্বাসে ইউনানি,
আর্ট বলতে নাইটশো আর শিক্ষাতে গুলতানি।
একটা কথা বোলেই ফেলি ঢের হোলো প্রাইভেসি,
মাল মশলার চেয়ে মোদের দেখনদারি বেশী।
No comments:
Post a Comment