Monday, February 1, 2016

সিম্ফনি

আবেগের স্বরলিপি, পোকাকাটা বইয়ে মুখ গুঁজি,
গলা পচা ধারাপাতে, ক্ষণিকের স্তব্ধতা খুঁজি।
এলোমেলো কঙ্কাল, অবয়বে আনুবিস ক্লিশে,
বুক খুঁড়ে শুনেছি, সিম্ফনি, ধীরে ফিসফিসে।
স্পর্শের লুকোচুরি, পিঞ্জরে গোপন আদল,
পানসে, স্মৃতি মাখা সানগ্লাসে বৃষ্টিবাদল।
টুকিটাকি লেনদেন, বড়সড় কারচুপি ঢাকে,
ঝরে পড়া কবিতারা প্লাবনের পেলবতা রাখে।
বিভবের কম বেশী, পাগলা ষাঁড়ের দাপাদাপি,
মনের বাগান জুড়ে চরম অবাধ্যতা মাপি।
ভ্যাবাচ্যাকা সেরেবেলাম, মাসপেশি স্থির, জড়সড়,
শব্দ-খেলার মাঝে আবেগের অংশটা বড়।

No comments:

Post a Comment