Tuesday, July 19, 2011

আমি প্রেমিক বলছি

নিস্ব একটা প্রেম,
আড় মোড়া ভাঙ্গা দুপুরের সেই ক্লান্তির পর
দূর আকাশে তাকিয়ে  থাকা,- 
আমি প্রেমিক বলছি।
নিশ্বব্দে আনন্দের হাতছানি থেকে নিজেকে সরিয়ে নিয়েছি অনেক দুরে ,
নিল আকাশের বুক বেয়ে 
যেমন  নেমে আসছে গোধুলির আবছায়া; 
ক্লান্ত মেদবহুল শরীর  বেয়ে 
নেমে আসা ঘর্মের শ্রান্তি দায়ক অনুভূতির পর;-
আমি প্রেমিক বলছি।

হাথে পায়ে যন্ত্রণার লেশ, 
ক্ষমতার যা কিছু আছে অবশেষ, 
রাতের অন্ধকারে আবার 
প্রানের খোঁজে সব ঢেলে দিতে 
আমি প্রেমিক বলছি। তিক্ত কিছু স্মৃতি, 
কিছু ঝগড়া ঝাটি, 
সব ভুলে আবার 
সেই আড়মোড়া ভাঙ্গা ক্লান্তি ,
সেই ঘর্মের শ্রান্তি দায়ক অনুভূতি, 
সেই রাতের অন্ধকারের সমর্পণ, 
সব ফিরিয়ে  দিতে;
-আমি প্রেমিক বলছি। 

No comments:

Post a Comment