Friday, July 29, 2011

জয়ন্ত দার সাথে অনেক দিনের পরিচয়

জয়ন্ত দার সাথে,
অনেক দিনের পরিচয় ,
তবু কখনো কখনো তাকে - অচেনা মনে হয় I
ওই বৈশাখের গরম দিনে
চার আনার আইস ক্রিম কিনে
সবুজ আম গাছের নিচে- নিরাপদ আশ্রয় ,
জয়ন্ত দার সাথে অনেক দিনের পরিচয় I
বৃষ্টিতে ভিজে ইস্কুল যাওয়া
রামুর দোকানে চপ মুড়ি খাওয়া
বৃষ্টি ভেজা হীমেল হাওয়ায়- ছাতার পরাজয় ,
জয়ন্ত দার সাথে অনেক দিনের পরিচয় I
খেলার মাঠে লুকোচুরি
রাত দুপুরে জোরাজুরি
লোভের বসে আম চুরি - জয়ন্ত দার সাথে ,
ভাব বিনিময় দেওয়া নেওয়া সব ই হাতে হাতে I
ক্লাসের ফাঁকে একটু ঘুম - জয়ন্ত দার কাঁধে,
দুপুর রোদে স্নানের মাঝে - সাঁতার গ্রামের বাঁধে ,
রোজ মারা মারি
রোজ ভাব আড়ি
চুরির জিনিস রোজ কাড়াকাড়ি - জয়ন্ত দার সাথে ,
রাত দুপুরে খাওয়া দাওয়া এক ঘরে, এক পাতে I
জয়ন্ত কে , কোথায় থাকে, কি তার পরিচয় ,
তোমার নিশ্চয়-ই এসব কথা জানতে ইচ্ছে হয় !
আমিও ভাবি কে জয়ন্ত , থাকে কোন ভিন দেশে
কার স্বপ্নের জাল বুনেছি , দিন রাত অক্লেশে
মোর একাকিত্বের সঙ্গী সে যে , আমার চোখের ফুল
আদৌ সে কি আছে, নাকি আমার মনের ভুল ,
কিম্বা হয়ত স্বপ্নের দেশে, সে আমার বরাভয় ,
জয়ন্ত দার সাথে অনেক দিনের পরিচয় I

Tuesday, July 19, 2011

আমি প্রেমিক বলছি

নিস্ব একটা প্রেম,
আড় মোড়া ভাঙ্গা দুপুরের সেই ক্লান্তির পর
দূর আকাশে তাকিয়ে  থাকা,- 
আমি প্রেমিক বলছি।
নিশ্বব্দে আনন্দের হাতছানি থেকে নিজেকে সরিয়ে নিয়েছি অনেক দুরে ,
নিল আকাশের বুক বেয়ে 
যেমন  নেমে আসছে গোধুলির আবছায়া; 
ক্লান্ত মেদবহুল শরীর  বেয়ে 
নেমে আসা ঘর্মের শ্রান্তি দায়ক অনুভূতির পর;-
আমি প্রেমিক বলছি।

হাথে পায়ে যন্ত্রণার লেশ, 
ক্ষমতার যা কিছু আছে অবশেষ, 
রাতের অন্ধকারে আবার 
প্রানের খোঁজে সব ঢেলে দিতে 
আমি প্রেমিক বলছি। তিক্ত কিছু স্মৃতি, 
কিছু ঝগড়া ঝাটি, 
সব ভুলে আবার 
সেই আড়মোড়া ভাঙ্গা ক্লান্তি ,
সেই ঘর্মের শ্রান্তি দায়ক অনুভূতি, 
সেই রাতের অন্ধকারের সমর্পণ, 
সব ফিরিয়ে  দিতে;
-আমি প্রেমিক বলছি।