কিছু পাংশু হতে থাকা মিছিলের মুখ আজও কথা বলে,
না বলা কথা কিছু গোপনে লোকানো আছে খোয়াই নদীর জলে,
ঘুম ভাঙা শহরের আলসেমি ভরা আকুতি যদি শোনো,
মিলেমিশে এক হয়ে যায় ক্ষোভ, দারিদ্র্য, প্রেম, ঈর্ষা, স্নেহ।
কোনো টনিকে সেরে ওঠেনি জ্বর, হাড় মাসে উই ধরেছে কবে,
রোদ উঠলে এলিয়ো তুমি গা, আমায় আবার ট্রেন ধরতে হবে।
একটা রিং কোরো, ঘুমকাতুরে ফুস্মন্তরে যক্ষা যদি সারে,
কথা দিলাম ভিড়ের মাঝেও আমিই প্রথম আসবো তোমার দ্বারে।
এখনও বিরহ আসে,
ডানা ঝাপটানো অনুভূতি গুলো ঘুঙুর পায়ে ঘুরপাক খায় আমাদেরই আসেপাসে,
ভোরের কুয়াশার মত জমতে থাকে মনের ডগায়,
আমরা ভাবি চোখের কোণে তার বাসা,
দিন ক্ষন দেখেনা প্রেম, বাধ মানেনা বেবাক ভালবাসা।
না বলা কথা কিছু গোপনে লোকানো আছে খোয়াই নদীর জলে,
ঘুম ভাঙা শহরের আলসেমি ভরা আকুতি যদি শোনো,
মিলেমিশে এক হয়ে যায় ক্ষোভ, দারিদ্র্য, প্রেম, ঈর্ষা, স্নেহ।
কোনো টনিকে সেরে ওঠেনি জ্বর, হাড় মাসে উই ধরেছে কবে,
রোদ উঠলে এলিয়ো তুমি গা, আমায় আবার ট্রেন ধরতে হবে।
একটা রিং কোরো, ঘুমকাতুরে ফুস্মন্তরে যক্ষা যদি সারে,
কথা দিলাম ভিড়ের মাঝেও আমিই প্রথম আসবো তোমার দ্বারে।
এখনও বিরহ আসে,
ডানা ঝাপটানো অনুভূতি গুলো ঘুঙুর পায়ে ঘুরপাক খায় আমাদেরই আসেপাসে,
ভোরের কুয়াশার মত জমতে থাকে মনের ডগায়,
আমরা ভাবি চোখের কোণে তার বাসা,
দিন ক্ষন দেখেনা প্রেম, বাধ মানেনা বেবাক ভালবাসা।