Monday, November 18, 2013

সুখ -কল্পদ্রুম!

চলরে সবাই খুঁজতে হবে, খুঁড়তে হবে মাটি,
লুকোনো আছে তারি নীচে, রত্ন নাকি খাঁটি! 
কোদাল শাবল বাগিয়ে হাতে,
ছুটে আয় সব আমার সাথে,
খাটবো মোরা একসাথে আজ, সর্ব দিবস-রাতি-
চলরে সবাই খুঁজতে হবে , খুঁড়তে হবে মাটি।

দেখ রে সবাই খাটছে লোকে, ফেলছে মাথার ঘাম,
রক্ত  দিয়ে গল্প লেখে ছড়ে যাওয়া কালো চাম-
শষ্য ফলায়-পেয়াঁজ আলু ,
চড়া আজ যার মার্কেট ভ্যালু ,
দিনের শেষে ভাগ্য হেসে, হাতে করে চুনকাম-
খুঁজতে হবে রত্ন রে ভাই, চল নিয়ে রাম নাম। 

শুনেছিস ভাই কাঁচের ওদিকে, যারা থাকে সেজে গুজে,
তারা নাকি পেয়েছে আবার দুটো রত্ন খুঁজে,
কত নাচানাচি, আলো রোশনাই,
দেখে শুনে সব মন ভরে যায়,
কত খাওয়া দাওয়া, কত সাজগোজ, মোরা শুধু যাই খুঁজে!
মোদের রক্তে ঘর্মে আলো ওদের পিলসুজে।

দিন কেটে যায় রাত কাটে কৈ, কেন আসেনা ঘুম,
কেন ওদিকটা এতটা জাঁকালো, এদিকটা নিয্ঝুম!
মোরাই ফলাই সোনার ফসল,
মোদের শরীরে সর্ব ধকল,
মোদের জোরেই বছর বছর , নেতাদের শীতঘুম,
চালা রে ভাই শাবল গাইতি, সুখ -কল্পদ্রুম!

Wednesday, July 17, 2013

February-2, 2012

তুমি আমির মাঝে যদি এখনো প্রাচীর আছে,
তুমি শুধু তুমি-ই থাকে, আসে না আমার কাছে।
পারিস যদি ভাঙতে সেই মাঝের বেড়া জাল,
তুমি আর আমি মোদের হয়ে থাকবে চিরকাল।

November-1, 2011

দুই চোখের এক ফোঁটা জল, ভাসিয়ে দিতে পারে সমস্ত চরাচর। 
দুই চোখের এক টুকরো চাহনি, ভরিয়ে দিতে  পারে সমস্ত শুন্যতা। 
দুই চোখের এক বিন্দু আশা, এক রাতে গড়ে দিতে পারে তাজ্মাহাল।

Tuesday, June 25, 2013

সরীসৃপ

মোদের  নাকি  রক্ত গরম, উষ্ণ নাকি পারা ,
মোরাই  নাকি মেরুদন্ডি , শক্ত শিরদাঁড়া।

চায়ের কাপে তুফান তুলি , খবর-কাগজ হাতে,
যে তুফানের গন্ডি বাঁধা, চা-টেবিল এর সাথে।

মোরাই তো সব গলা সাধি, মিছিলে সদলবলে,
সব দেখেও চোখ বুজি ভাই মোরা একলা হলে।
অঢেল জ্ঞানের বোঝা নাকি মদের শিরপরে ,
মোরাই  তো ভাই নির্ভিক-অটুট, আপন আপন ঘরে।
আর বাকিটা বলব কি আর সবাই তো সব জানে,
ভর্তি মোদের শুন্য খাতা দর্প-অভিমানে।
গরম রক্তে মোরাই প্রথম সরীসৃপ এ ভবে ,
চলো-মেরুদন্ড শিকেয় রাখি - জ্ঞানের আসর হবে ..

Wednesday, February 27, 2013

প্রাপ্তি

ফিরিয়ে দেওয়ার আগে,
দু মুঠো আন্তরিকতার সাথে একফোঁটা বিষ মিশিয়ে ছিলাম, যৌনতার,
ফুটপাথ  এর  শেষ আলোতে শেষ বারের মত সেঁকে নিয়েছিলাম,
রক্তের শীতলতা ।
সবুজ ঘাসের অভ্যাশেই আজ আমার জন্ডিস,
ঝুরঝুরে হলুদ রং এর ফ্যাকাশে ক্যানভাসটা  যেন শুধু  আমার।
অর্ধভঙ্গুর ছাদের ওপর ভাঙা আকাশের মত মনের ঘুড়িটা দিকপালহীন,
টিক টিক শব্দে হারিয়ে গেছে
আঁধার রাস্তা,নিরালা মন্দির, আর্ট ফিল্ম এর নাইট-সো,
দিন-রাত-দুপুর-বিকেলের উত্তেজনা।
মদ্য লোলুপতা আর নারীসঙ্গ দুই-ই ঘুচেছে,
জমাট বাঁধা রক্তের স্রোত বইয়ে পেয়েছি ,
সেই সেদিন তোমার গন্ধে হারিয়ে ফেলা নিজেকে।