খামখেয়ালি জীবনযাত্রা, উদ্ভ্রান্ত পদক্ষেপের মধ্যে হঠাত একটা আশার আলো সব সুন্দর করে তোলে I ইচ্ছে করে খামখেয়ালিপনা ছেড়ে বাঁধা ধরা জীবনের ঘেরাটোপে ধরা দিতে, কারুর জন্য, বিশেষ কারুর জন্য I চোখের কালিমা, মনের অন্ধকার দুরে ঠেলে মন চায় আশার সমুদ্রের মধ্যে বালির ঘর বাঁধতে I এই ঘর বাঁধার বাসনায়, সমুদ্রের রুপাস্বাদন করতে করতে ভুলে যাই, যে সমুদ্র ঘর বাঁধার স্বপ্ন দেখিয়েছে সেই সমুদ্রের বুকেই ভেসে আসবে বিদ্ধংসী ঢেউ I ভাসিয়ে নিয়ে যাবে সমস্ত আশা আকাঙ্খা বাসনা আনন্দের চোরাবালির স্তুপে সাজানো রঙিন স্বপ্নের সংসার I নিস্তব্দ্ধ জীবনে যে সমুদ্র আনতে পারে প্রানের তরঙ্গ সেই সমুদ্রের ঢেউ এর তরঙ্গমুখেই লেখা থাকে সমুদ্রে পাল তোলা নৌকার ইতিকথা I
আজ আবার একটা দিন যেদিনটায় কিছু ভাবা বলা শোনার ক্ষমতা লুপ্ত হয়ে গেছে, হারিয়ে গেছে সমুদ্রের বুকে ভেসে থাকার একমাত্র সম্বল I ডুবে যাচ্ছি দুঃখ হতাশা আর গ্লানির সমুদ্রে I হাতড়ে কিছু ঝাপটে ধরে ভেসে থাকার না আছে ইচ্ছে না আছে ক্ষমতা I দম বন্ধ হতে হতে কবে স্বাস বায়ু পথটা বন্ধ হয়ে জীবনের আগলটা টেনে দিয়ে যাবে, সেই অপেক্ষায় দিন গোনার সাহসটুকুও আজ দূর অস্ত I ভোর হলে আবার উঠবে সূর্য, আবার ডাকবে পাখি, আবার জমা কুয়াশা কচুপাতার কোলে দোল খাবে আর হীরের মত জ্বলজ্বল করবে, জানান দেবে আবার একটা নতুন দিনের, আবার নিয়ে আসবে নতুন স্বপ্ন দেখার অনুপ্রেরণা I কিন্তু যার জীবনে আর স্বপ্ন দেখার সাহস টাই নেই বেঁচে, যার চোখে আলো পড়লে আজ ভয় করে, যার ত্বকে রোদ পড়লে জ্বালা করে তার কাছে কি-ই বা নতুন সকাল, কি-এ বা নববর্ষ I মনের মেঘ ঠেলে আনন্দের আলো ঢোকার রাস্তা টা সংকীর্ণ অতি সংকীর্ণ হতে হতে আজ বিলুপ্তপ্রায় I অন্ধকারের মধ্যে মুখ লুকিয়ে আলোর ভয়ে স্তিমিত থেকেও শুধু একটাই প্রার্থনা, তোমাদের নববর্ষ শুভ হোক I