Sunday, October 31, 2010

জাঁকজমক এর ভিড়ে , নিরুদ্দেশের নীড়ে

শহরের অবিচঞ্চল রাস্তা , সসব্যস্ত জনগণ , ধুম্র উদ্গারক যানবাহন ----- উফফ, একেবারে হাঁপিয়ে উঠেছি ..... এবার একটু শান্তির খোঁজে বেরিয়ে পড়তে হবে ..... তুমি যাবে আমার সঙ্গে --- শহর কোলকাতা !!

Saturday, October 30, 2010

ক্লান্তির শেষ-এ, আমি নিরুদ্দেশে

জীবন যাত্রার কোলাহল এর থেকে দুরে , শ্রান্তির আবহাওয়া থেকে দুরে , দূর নির্জন প্রান্তে --- জীবন যেন তার সার্থকতা খুঁজে পায় ..